আছিদের সাথে
.............. ঋষি
===============================================
বাড়ছে তো
নিজের সাথে আছি শব্দের সংশয়।
কবিতার পাতায় ক্রমশ বেড়ে চলেছে শব্দদের অধিকার
আর বেড়ে চলেছে কোনো জীবিত প্রজাতির বেঁচে থাকার দ্বন্দ।
আমিও আছি বেঁচে
সেই আছিদের দলে কোনো বাঁচতে চাওয়া জীবন।
বাড়ছে তো মশা ,মাছি
আর সহবস্থান।
রান্নাঘরে বাড়তে থাকা তৈলাক্ত দেওয়ালের মতো
অজস্র অজুহাত।
অনেকে কথার বেলা ফুরিয়ে গিয়ে
বেড়ে চলেছে আক্রোশ ,হিংসা ,দ্বেষ আর না বলা।
বাড়ছে প্রতিদিন যানবাহনের দূষণের মতো
মারান্তক কিছু।
বেড়ে চলেছে ধর্ষণ আর কমতে বর্ষণের আবহাওয়া দপ্তরের প্রতীক্ষা
এই বছর বৃষ্টির পরিমান স্বাবাভিকের থেকে কম।
বাড়ছে তো
নিজের সাথে একলা থাকা মানুষের রোগ।
হাতে মুঠোফোন ,হাই ,হ্যালো ,সাইবার প্রেম
ডিজনিল্যান্ডের মতো ফ্যান্টাসী কোড়ানো স্বপ্নের ইচ্ছা।
আমিও আছি সেই দলে
যেদিকে যদি বইছে ,সেই নদীতে প্রানপন ভেসে।
.............. ঋষি
===============================================
বাড়ছে তো
নিজের সাথে আছি শব্দের সংশয়।
কবিতার পাতায় ক্রমশ বেড়ে চলেছে শব্দদের অধিকার
আর বেড়ে চলেছে কোনো জীবিত প্রজাতির বেঁচে থাকার দ্বন্দ।
আমিও আছি বেঁচে
সেই আছিদের দলে কোনো বাঁচতে চাওয়া জীবন।
বাড়ছে তো মশা ,মাছি
আর সহবস্থান।
রান্নাঘরে বাড়তে থাকা তৈলাক্ত দেওয়ালের মতো
অজস্র অজুহাত।
অনেকে কথার বেলা ফুরিয়ে গিয়ে
বেড়ে চলেছে আক্রোশ ,হিংসা ,দ্বেষ আর না বলা।
বাড়ছে প্রতিদিন যানবাহনের দূষণের মতো
মারান্তক কিছু।
বেড়ে চলেছে ধর্ষণ আর কমতে বর্ষণের আবহাওয়া দপ্তরের প্রতীক্ষা
এই বছর বৃষ্টির পরিমান স্বাবাভিকের থেকে কম।
বাড়ছে তো
নিজের সাথে একলা থাকা মানুষের রোগ।
হাতে মুঠোফোন ,হাই ,হ্যালো ,সাইবার প্রেম
ডিজনিল্যান্ডের মতো ফ্যান্টাসী কোড়ানো স্বপ্নের ইচ্ছা।
আমিও আছি সেই দলে
যেদিকে যদি বইছে ,সেই নদীতে প্রানপন ভেসে।
No comments:
Post a Comment