Tuesday, July 12, 2016

বুঝলেন বাবু

বুঝলেন বাবু
........... ঋষি
==================================================
অতো বাবু বুঝি না
মেয়ে মানুষের গতর খাটিয়ে খেতে হয়।
সে স্বামীর সোহাগে হোক ,প্রেমিকের পিড়িতে কিংবা দৈনন্দিন
এই যে দেখুন সকালে লোকাল ধরে শহরে আসি ,
তারপর বাড়ি বাড়ি কাজ ,তারপর ফিরে গিয়ে সংসারে খাটুনি
দিন শেষে নেশা করে আসা মানুষটার মারধর।

হ্যা ঠিক বলেছেন বাবু অভ্যেস
যখন কোনো নিয়ম দৈনন্দিন  হয়ে যায় ,সেটা তো অভ্যেসই হয়।
বাবা মা ভালোবেসে নাম রেখেছিল জুঁই
এখন জুঁই স্বামী,সংসার সন্তান নিয়ে দিব্যি সংসারী।
পড়াশুনায় মোটামুটি ছিলাম গ্রামের স্কুলে ,দেখতে তো সুন্দরী ছিলাম
বাবা বলতো তোকে দেখলেই মনটা জুঁই ফুলের মতো গন্ধ ছড়ায়।
আর আজ স্বামী বলে শালা ছোটোলোক মাগী  শহরে গতর খাটিস
কি করে এতো তোর রূপ আমি বুঝি না ভাবিস।
বুঝি বাবু কি বলতে চাই
কিন্তু এই সিঁদুর ,নোয়া ধরে দিব্যি করে বলছি
মরে  যাবো কিন্তু কখনো অমন হতে পারবো না।
তবে সেই বারে সেই পানবিড়ি বিক্রি সুখেনের সাথে পালাতুম না
বলেছিল জুঁই তোকে  সুখে রাখবো আমার সাথে পালিয়ে চল।
যাই নি বাবু ,কপালকে মেনে নিয়েছি
সুখেনকে  খেদিয়ে বিদেয় করেছি।

আসলে বাবু আমি স্বপ্ন দেখতে ভুলে গেছি এখন
প্রতিদিনকার এই ঝিঁগিড়ি,বাড়ি গিয়ে সংসার ,স্বামী সব নিয়ে
ভালোই আছেন বুঝলেন বাবু।
অভাব তো সবারই থাকে আর আমি তো মেয়েছেলে
কৈ  মাছের জান  ,মেনে নিয়েছি আসলে মেনে নিতে হয়
মেয়ে মানুষকে স্বপ্ন দেখতে নেই ,নেই খুব ভালো থাকতে। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...