Tuesday, July 19, 2016

বিড়াল রান্নাঘরে

বিড়াল রান্নাঘরে
................ ঋষি
==================================================
আমি জানি তোমার সময়টা জরুরী ভীষণ
নিজের ভিতর নিজেকে পাওয়ার লোভ চলন্তিকা।
পা টিপে টিপে বেড়াল যেমন মাছ চুরি করে রান্নাঘরে
ঠিক তেমনি এই রান্নাঘরে মাছের গন্ধ।
আঁশটে জানি ফিরে পাওয়া
তবু তোমার নিজেকে পাওয়া খুব জরুরী।

নিজের চোয়াল হাঁটুতে রেখে
চলন্তিকা তুমি জানলার বাইরে তাকিয়ে এই মহুর্তে  বৃষ্টি দেখছো।
আসলে নিজে ভিজে যাচ্ছো
ভিতর ভিতর ঘুনপোকা ক্রমশ কেটে চলেছে।
জানি ভয় করছে
এই পৃথিবীর না ফেরানো হিসেবে সময়ের যান্ত্রিক অভিধান।
যার প্রতি পাতায় লেখা স্পর্শ জরুরী
অথচ একটা ভয় কাজ করে ,,অথচ কিছু অলিখিত ভাবনা ওত পেতে বসে।
ঠিক বিড়ালের মতো
মাছের লোভ।

আমি জানি তোমার সময়টা জরুরি ভীষণ
এও  জানি প্রতিটা সময়ের ফাঁকে সময় রাখা থাকে। .
পা টিপে টিপে বেড়ালটা গৃহস্থের রান্নাঘরে
মাছের থাকে উল্টালো ,,ঘুম ভেঙে গেলো গৃহস্থের।
তোমারও ঘুম ভাঙবে
অবশ্যই নিজেকে   পাবে তুমি ঠিক। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...