Wednesday, July 13, 2016

মহাভারত

মহাভারত
............ ঋষি
=============================================
পৃথিবীর দিকে তাকানোটা একটা বীক্ষণ
আমরা দৃশ্যের বাইরে যা দেখি
সেটা অনুভব।
আর অনুভব জীবনের পিছনে তকমা লাগানো বেঁচে থাকা
অনেকটা বল অভি তোর আমার মতো
অনেকটা আলাদা আবার কোথাও মিলে মিশে একাকার।

চলতি কা নাম গাড়ি
সেই গাড়িতে সাওয়ার আমি, তুই  আর সম্পর্ক।
হাজারো সম্পর্কের চোরা মেকাপে আমরা সকলেই কোথাও যেন এক
অভি আমি যেখান থেকে আকাশ দেখি
তুই দেখিস না ,কিন্তু আকাশ দেখিস।
আমার তোর চাওয়া পাওয়া ইতিহাস যদি মহাভারতে  লিখি
তবে একটা কুরুক্ষেত্র সন্নিকটে।
অথচ আমাদের মিয়ে থাকা বিকেলগুলো এক একটা মহাভারত
নিজের সাথে যুদ্ধ চলতে থাকে
আর অন্যদিকে বেঁচে থাকা।

পৃথিবীর বীক্ষণের সাথে নিজেরা দৃশ্য হতে থাকি
তারপর টুকরো টুকরো ফটো ফ্রেমে আমাদের সামাজিক মুক্তি।
হাসতে থাকি তাই হাসা অভি
কারণ কাঁদাটা নিতান্ত আমাদের।
অভি এইভাবে ফুরোতে ফুরোতে আমরাও কি
পুরো একটা দৃশ্যটা থাকতে পারি না কখনো কোনোদিন। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...