Saturday, July 16, 2016

অনেকটা সময়ের পরে

অনেকটা সময়ের পরে
................. ঋষি
--==================================================

অনেকগুলো দিন নষ্ট করা গেছে
অনেকগুলো রাত্রি ভূতের মতো একলা বিছানায় জেগে।
আর জীবন ফাঁকা মাঠে  দৌড়োনো  সেই চেতনার বালক
যার দিন রাত সব নষ্ট।
নষ্ট যার শৈশব আর বেঁচে থাকা প্রতিদিন নিজের সাথে
এবার জীবিত বাঁচতে হবে।

অনেকগুলো দিন পেরিয়ে
ক্রমশ আত্মতুষ্টিতে ভোগা এই প্রজন্মের গল্প কাহিনী সব সাময়িকী।
সব জানা আমাদের , লাল ছবির দরবার ,বাড়তে থাকা ক্রাইম
শরীর ভিত্তিক প্রদর্শিত ক্যাটওয়াক জীবনের মঞ্চে।
শালা সেই জোকার হাসছে
এই হাসিটা আজকাল প্রায় শুনতে পাই জীবিত  পথ চলাতে।
আমি দেখেছি নিরীহ জনগণের যাপনকে
যারা প্রতিবাদ করতে ভুলে গেছে ,ভুলে গেছে ইতিহাস।
শুধু সকলে সুখে থাকতে ভালোবাসে কিন্তু সুখের মানে বোঝে না
কোনো পচা পুকুরে চান করে ভাবে পবিত্র বেঁচে থাকা।

অনেকটা সময় নষ্ট হলো জীবিত বাহানায়
এবার একটা চুক্তি করা যাক জীবনে প্রতিদিনকার অধিকারে।
আর ফাঁকা মাঠে নয় আবার নিয়ম হোক প্রয়োজন
আর হেঁটে চলা জীবন নয় শুধু হোক জীবনবিজ্ঞানের সজীব সংজ্ঞা।
প্রতিবাদ হোক জীবন মোমবাতি মিছিলে নয়
মানুষের চেতনায় জ্বলুক হাজারো সভ্যতার মোমবাতি। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...