মঞ্চে ম্যাজিশিয়ান
................... ঋষি
===================================================
মঞ্চে ম্যাজিশিয়ান প্রবেশ করে
হাতে তার জাদুদন্ড সময়ের ধরে রাখা কোনো অধিকার।
দর্শকরা হাততালি দেয় ,অডিটোরিয়ামে ভয়ঙ্কর মিউজিক
শুরু হলো ম্যাজিক মশাই।
ম্যাজিশিয়ান বলে আমি এখন আপনাদের ইন্দ্রজালে ফাঁসাবো
ভয় পাবেন না।
দর্শকের মধ্যে পোদ পাকা কেউ
উঠে দাঁড়িয়ে বলেন মশাই আমরা জীবিত এটা কি ম্যাজিক নয়।
ম্যাজিশিয়ান বলে
মশাই আমি যেটা দেখাই সেটা ম্যাজিক কারণ আমি তো স্বপ্ন দেখাই।
কিন্তু দর্শক মানেন না
বলেন আপনার ম্যাজিক তো প্রকৃতি ছাড়া নয়
তবে স্বপ্ন কেন ?
স্বপ্ন আর প্রকৃতি দুটোর তফাৎ কি ?
দুটোই তো সবুজ।
ম্যাজিশিয়াম মাথা চুলকে বলেন চলুন তবে আপনাদের সময় ফিরিয়ে দি।
মঞ্চের আলো নিভে আসে
ম্যাজিশিয়ান জাদুদন্ড তুলে ধরে হিপনোটাইজ করে সকলকে আদিম করে দেয়।
কেউ ম্যাজিশিয়ানকে দেখতে পাই না
দেখে নিজেদের সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে নগ্ন সকলে।
চোখে সকলের লজ্জা ফিরে আসতে চায় বাস্তবে
ম্যাজিশিয়ান হাসতে হাসতে জাদুদন্ড নাড়াই বলে এটাই জীবন।
................... ঋষি
===================================================
মঞ্চে ম্যাজিশিয়ান প্রবেশ করে
হাতে তার জাদুদন্ড সময়ের ধরে রাখা কোনো অধিকার।
দর্শকরা হাততালি দেয় ,অডিটোরিয়ামে ভয়ঙ্কর মিউজিক
শুরু হলো ম্যাজিক মশাই।
ম্যাজিশিয়ান বলে আমি এখন আপনাদের ইন্দ্রজালে ফাঁসাবো
ভয় পাবেন না।
দর্শকের মধ্যে পোদ পাকা কেউ
উঠে দাঁড়িয়ে বলেন মশাই আমরা জীবিত এটা কি ম্যাজিক নয়।
ম্যাজিশিয়ান বলে
মশাই আমি যেটা দেখাই সেটা ম্যাজিক কারণ আমি তো স্বপ্ন দেখাই।
কিন্তু দর্শক মানেন না
বলেন আপনার ম্যাজিক তো প্রকৃতি ছাড়া নয়
তবে স্বপ্ন কেন ?
স্বপ্ন আর প্রকৃতি দুটোর তফাৎ কি ?
দুটোই তো সবুজ।
ম্যাজিশিয়াম মাথা চুলকে বলেন চলুন তবে আপনাদের সময় ফিরিয়ে দি।
মঞ্চের আলো নিভে আসে
ম্যাজিশিয়ান জাদুদন্ড তুলে ধরে হিপনোটাইজ করে সকলকে আদিম করে দেয়।
কেউ ম্যাজিশিয়ানকে দেখতে পাই না
দেখে নিজেদের সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে নগ্ন সকলে।
চোখে সকলের লজ্জা ফিরে আসতে চায় বাস্তবে
ম্যাজিশিয়ান হাসতে হাসতে জাদুদন্ড নাড়াই বলে এটাই জীবন।
No comments:
Post a Comment