Friday, July 8, 2016

আমরা বন্ধু


আমরা বন্ধু
............... ঋষি
=======================================================
জীবনকে পাশে নিয়ে একবার হাঁটি চল পাশাপাশি
হাঁটছি তো বহুদিন উঁচুনিচু জাতিধর্ম ধরে।
আনোয়ার তোর নাম
আমি ঋষি ,একটু লিখি আনমনে ,আজ আর বাজে কথা না ।
চল আনোয়ার আজ ধর্মের কথা বলি
বল তো দেখি  জাত আর ধর্মের তফাৎ কি ?

জানিস তো আনোয়ার
কোনোদিন ঈশ্বর আর আল্লাহ  তোর আমাদের মতো হয়তো হেঁটেছে পাশাপাশি।
হয়তো  তাদের ব্যাগপত্তরে  খুঁজে পাওয়া যেতে পারতো
পবিত্র কোরান আর গীতা আমাদের মতো ।
হয়তো তাদের বন্ধু যীশু কিংবা নানক ছিল
ছিল হয়তো তাদের সকলের আলাদা ভাবনা তোর আমার মতো,
কিন্তু কোথাও তারা ভীষণ এক ,,তারা সকলে  ছিল শান্তি দূত।
আমার তোর মতো হয়তো তাদের ভাষা আলাদা ছিল ,ছিল তাদের বাড়ি
কারোর মন্দির ,কারোর মসজিদ  কিংবা গির্জা ,কিংবা গুরুদ্বার
কিন্তু বাড়ি সবসময় শান্তির ছিল,
তারা সকলে পাশা পাশি থাকতো বন্ধুর মতো ,খুব কাছের।
কারণ তাদের সকলের রক্ত এক ছিল
এক ছিল অধিকার বোধ ,এক ছিল তাদের জীবনের ধারণা।

জানিস তো আনোয়ার
তারপর কেন জানি হঠাৎ সকলে আলাদা হতে চাইলো।
সকলেই চাইলো একলা আধিপত্য
দিন বদল ,রক্তে ভেসে গেলো সময় ,শান্তির দূত আজ আজকের মানুষ।
আচ্ছা আনোয়ার আমরাও তো মানুষ , আমি ঋষি তুই আনোয়ার কিন্তু বন্ধু
কিন্তু কেন বলতো পৃথিবীর সকল মানুষ আমাদের মতো হয় না?


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...