মেগাস্থিনিসের খাতা
................. ঋষি
================================================
মেগাস্থিনিসের খাতা খুঁজে পাওয়া প্রাচীনত্ব
দেরাজে ফোল্ড করে রাখা একটা গোটা বিশ্ব আর বোঝাপড়া।
নিজের দেশ এবং সাময়িকী আবিষ্কারের ইচ্ছারা
মাটি খুঁড়ে দাঁড়িয়ে প্রাচীন ভূগর্ভস্থ ফসিল।
সবটাই শুধু মানুষ আর ইতিহাস
কিন্তু মনুষত্ব এযুগে অর্বাচীন সময়ের দূত এক মেগাস্থিনিস।
শব্দ ,কল্প ,ব্রহ্ম
শক্তির প্রাচীন পুরোধা ,,নিয়মিত ব্যয় যোগে ফুরিয়ে যাওয়া প্রত্যাবর্তন।
আদর্শের শব্দসীমায় ফেলে আসা রোমন্থন
রেনেসাঁস ,ফ্যাসিবাদ ,জিন্দাবাদ ,ক্লীববাদ ,নারীবাদ।
সব শুধু ফেলে আসা হিসেবে
আর আয়ের খাতায় রাখা মানুষের অভাবী মূল্যবোধ।
সবটাই অভাব
অভাব সময় ,অভাব হৃদয় ,অভাব বেঁচে থাকা ,অভাব একলা বাঁচা।
সব জুড়ে একটা মানচিত্র যদি তৈরি করি
সেখানে মেগাস্থিনিসের খাতা চুরি যাওয়া মানুষের মনুষত্ব।
মেগাস্থিনিসের খাতা হারিয়ে ফেলা ইতিহাস
সমস্ত চন্দ্রগুপ্তিয় সময়ের জুড়ে শান্তির সেলুকাস।
সময় হারিয়ে যায় ,ইতিহাস খুঁজতে খুঁজতে দেশ বিলীন
সমস্ত বিশ্ব জুড়ে শুধু বাড়তে থাকা চিৎকার।
খিদে পাচ্ছে মা ,সময় বাড়ছে আরো গতিশীল ইতিহাসে
মানুষের ফসিল খোঁজার ভীষণ দরকার।
................. ঋষি
================================================
মেগাস্থিনিসের খাতা খুঁজে পাওয়া প্রাচীনত্ব
দেরাজে ফোল্ড করে রাখা একটা গোটা বিশ্ব আর বোঝাপড়া।
নিজের দেশ এবং সাময়িকী আবিষ্কারের ইচ্ছারা
মাটি খুঁড়ে দাঁড়িয়ে প্রাচীন ভূগর্ভস্থ ফসিল।
সবটাই শুধু মানুষ আর ইতিহাস
কিন্তু মনুষত্ব এযুগে অর্বাচীন সময়ের দূত এক মেগাস্থিনিস।
শব্দ ,কল্প ,ব্রহ্ম
শক্তির প্রাচীন পুরোধা ,,নিয়মিত ব্যয় যোগে ফুরিয়ে যাওয়া প্রত্যাবর্তন।
আদর্শের শব্দসীমায় ফেলে আসা রোমন্থন
রেনেসাঁস ,ফ্যাসিবাদ ,জিন্দাবাদ ,ক্লীববাদ ,নারীবাদ।
সব শুধু ফেলে আসা হিসেবে
আর আয়ের খাতায় রাখা মানুষের অভাবী মূল্যবোধ।
সবটাই অভাব
অভাব সময় ,অভাব হৃদয় ,অভাব বেঁচে থাকা ,অভাব একলা বাঁচা।
সব জুড়ে একটা মানচিত্র যদি তৈরি করি
সেখানে মেগাস্থিনিসের খাতা চুরি যাওয়া মানুষের মনুষত্ব।
মেগাস্থিনিসের খাতা হারিয়ে ফেলা ইতিহাস
সমস্ত চন্দ্রগুপ্তিয় সময়ের জুড়ে শান্তির সেলুকাস।
সময় হারিয়ে যায় ,ইতিহাস খুঁজতে খুঁজতে দেশ বিলীন
সমস্ত বিশ্ব জুড়ে শুধু বাড়তে থাকা চিৎকার।
খিদে পাচ্ছে মা ,সময় বাড়ছে আরো গতিশীল ইতিহাসে
মানুষের ফসিল খোঁজার ভীষণ দরকার।
No comments:
Post a Comment