Friday, July 8, 2016

অনুভূতিদের স্পন্দন

অনুভূতিদের স্পন্দন
................ ঋষি
===============================================
এইভাবে নিজের কবিতার খাতায় একাধিক আঁচড়
সময়ের প্লাবনে ভাসতে থাকা মূল্যবোধ বেঁচে থাকা
হাজারো অনুভূতিদের স্পন্দন
নক্সীকাঁথা
তুই তো আজকাল নীল শাড়িতে মাতোয়ারা মেঘ
একটা গোটা আকাশ আমার বুকে

আকাশের বাড়িতে সিঁড়ি লাগিয়ে উর্দ্ধগামী
ইচ্ছাদের ভিড়ে বাড়তে থাকা শহরের কার্বনের কালো হাত।
সময়ের  চিৎকার ,,প্রতিবাদ
কালো হাত ভেঙে দেও ,সাম্যের জরুরী কালীন নিস্তব্ধতা ব্ল্যাক আউট।
আমি শহরের বুকে হেঁটে যাই
আমার বুকের আকাশে সাই ,সাই বোমারু বিমান।
চারিদিক এতো জনগণ ,এতো চিৎকার ,এতো আলোড়ন
অথচ আমি একা " এক আকাশ বুকে " ।
নিস্তব্ধ পিনড্রপ সাইলেন্ট বুকে শহরের মাধ্যাকর্ষন দাঁড়িয়ে
বেঁচে থাকা ইচ্ছাদের ফানুস।

এইভাবে নিজের কবিতার খাতায় একাধিক আঁচড়
সময়ের দরবারে দূর থেকে শুনতে পাওয়া বেঁচে আছি।
হাজারো অনভূতিদের কম্পন
বেশ তো।
তুই তো আজকাল নীল সমুদ্রের চোখে নোনা জল বৃষ্টি
আকাশ থেকে গড়িয়ে নামা স্পর্শ।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...