Sunday, July 31, 2016

কবি তুমি কাঁদছো

কবি তুমি কাঁদছো
,,,,,,,,,,,,,, ঋষি
==============================================

কলমে দাঁত লেগে গেছে
খুব সাধারণ ক্ষত আর রক্ত ঝরছে কমবে না ডেটল ব্যান্ডেজ।
প্লিস আমার কাছে আসবেন না
কবি তুমি তাদের কথা লেখো।
যাদের প্রেমে তুমি হাবুডুবু খাও আবার হয়তো প্রেমে পরো
এসো কবি আবার মানুষের কথা লেখা।

সামনে পরে থাকা  পয়লা শ্রাবন
সে তো চলে গেছে ,চলে যাওয়াটা সাধারণ বৃষ্টির মত /
টাপুরটুপুর সারা দুপুর, শরীরে ঘাম
ভিজে যাচ্ছে সময় সবুজ পাতা গড়িয়ে জল তোমার নাভিতে।
কবি তুমি ভিজে যাচ্ছো
বললাম তো  মানুষের কথা লেখো।
কলমের সাথে ভালোবাসা ভালো আরো ভালো মানুষকে  ভালোবাসা
কবি তুমি জীবনের কথা লেখো।
চলা পথ ,পায়ে কাঁটা ,ভেঙে পরা  পাঁচিল ,আকাশের চাঁদ
আবার ভিজছে ,চাঁদ আড়ালে এখন
তোমার বুকের উপর খাবলানো কোনো কবিতা।

কলমে ইচ্ছে লেগে আছে
খুব সাধারণ পায়ে হাঁটা আদরের সাথে বিছানার চাদর।
ইশ ভিজে গেলো সব
কবি তুমি জানলা বন্ধ করো।
বৃষ্টি ফোঁটা গড়িয়ে নামছে চিবুক বেয়ে ঠিক নোন জল
ইশ কবি তুমি কাঁদছো। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...