মানুষ জাগবে
................. ঋষি
=====================================================
শহরটাকে দেখছি
ক্রমশ আলো ফুরিয়ে শহরে বাতিস্তম্ভে জোনাকির আলো।
অবাক হওয়ার কিছু নেই
এই শহরে জোনাকি খুঁজে পেতে হয় অন্ধকারে।
শহরের রাস্তায় এগিয়ে যাওয়া ভিড় নির্দিষ্ট গন্তব্যে ছোট ছোট বেঁচে থাকা
মানুষ এগোতে চাই আলোর দিকে ,পিছিয়ে যাচ্ছে নির্বিকারে।
শহরের স্টেশনে উপচে পরা সব ক্লান্ত শরীর
শহরের রাস্তায় সময় ফেরত মানুষের মুখে অজস্র দৈনন্দিন হারা জেতা।
শহরটা গুটিয়ে যেতে চায় ঠিক মাদুরের মতো ছোট্ট হয়ে
ধীরে ধীরে এগিয়ে আসে সময়
ক্লান্ত শহর ঘুমিয়ে পরে।
তবু হাইরোড দিয়ে এগিয়ে যায় কোনো বেঁচে থাকা
দূর থেকে দেখা যায় রিফেলকসন আলো।
দূরে কোথাও শিশু কেঁদে ওঠে
মায়ের অবসন্ন হাত শিশুর বুকে।
ঘুমিয়ে আছে শহর মানুষের সাথে ,অন্ধকার চারিধার
সকাল হবার আশায়।
শহরটাকে দেখছি প্রতিদিন
এইভাবে বেড়ে যাচ্ছে বুকে ব্যাথা ,শ্বাস কষ্ট ,অন্ধকার মানুষের
দিন প্রতিদিন নিয়মে বাঁধা সময় কোথাও মানুষ এক হচ্ছে
বুজে যেতে চাইতে মানুষের ক্লান্ত চোখ।
তবু খিদে জেগে আছে মানুষের তাইতো সকাল
শুধু অপেক্ষা ,,,মানুষ জাগবে।
................. ঋষি
=====================================================
শহরটাকে দেখছি
ক্রমশ আলো ফুরিয়ে শহরে বাতিস্তম্ভে জোনাকির আলো।
অবাক হওয়ার কিছু নেই
এই শহরে জোনাকি খুঁজে পেতে হয় অন্ধকারে।
শহরের রাস্তায় এগিয়ে যাওয়া ভিড় নির্দিষ্ট গন্তব্যে ছোট ছোট বেঁচে থাকা
মানুষ এগোতে চাই আলোর দিকে ,পিছিয়ে যাচ্ছে নির্বিকারে।
শহরের স্টেশনে উপচে পরা সব ক্লান্ত শরীর
শহরের রাস্তায় সময় ফেরত মানুষের মুখে অজস্র দৈনন্দিন হারা জেতা।
শহরটা গুটিয়ে যেতে চায় ঠিক মাদুরের মতো ছোট্ট হয়ে
ধীরে ধীরে এগিয়ে আসে সময়
ক্লান্ত শহর ঘুমিয়ে পরে।
তবু হাইরোড দিয়ে এগিয়ে যায় কোনো বেঁচে থাকা
দূর থেকে দেখা যায় রিফেলকসন আলো।
দূরে কোথাও শিশু কেঁদে ওঠে
মায়ের অবসন্ন হাত শিশুর বুকে।
ঘুমিয়ে আছে শহর মানুষের সাথে ,অন্ধকার চারিধার
সকাল হবার আশায়।
শহরটাকে দেখছি প্রতিদিন
এইভাবে বেড়ে যাচ্ছে বুকে ব্যাথা ,শ্বাস কষ্ট ,অন্ধকার মানুষের
দিন প্রতিদিন নিয়মে বাঁধা সময় কোথাও মানুষ এক হচ্ছে
বুজে যেতে চাইতে মানুষের ক্লান্ত চোখ।
তবু খিদে জেগে আছে মানুষের তাইতো সকাল
শুধু অপেক্ষা ,,,মানুষ জাগবে।
No comments:
Post a Comment