Saturday, July 2, 2016

শেষ না হওয়া গল্প (৪)

শেষ না হওয়া গল্প (৪)
............ ঋষি
================================================
প্রকৃতির খেয়ালে একটা আবছা নদী
দুকূল ছাপিয়ে আমি যেখানে ভেসে  থাকা ইচ্ছা।
শেষ না হওয়া গল্পের পাতায় পাতায়
 আগামী কোনো চব্বিশ ঘন্টা।
রেডিওর খবরে শহরে নিম্নচাপ বাড়ছে
সমস্ত খেয়া নৌকা আজ ঘাটে বাঁধা।

একপশলা বৃষ্টি হয়ে গেলো বাইরে
বারান্দার কাপড় নাড়ার দড়ি গড়িয়ে ক্রমশ বেয়ে চলা আস্তরণ।
আগামী উনিশ দিনে মুহূর্তদের জড়িয়ে চলা
সাময়িক নিম্নচাপ আর বৃষ্টি বারংবার।
সবটাই সত্যি
আজ আবছা নদীর জলে ডুব দিয়ে ঠোঁটে লেগে থাকা তৃপ্তির ব্যাকুলতা
কিন্তু ফেরিঘাট বন্ধ
নদীর ধারে  বসে জেলে পাড়ার হাঁড়িতে শুধু পান্তা
আর নদীর দিকে তাকিয়ে থাকা ভাসবার ব্যাকুলতা

প্রকৃতির খেয়ালে একটা আবছা নদী
দুকূল ছাপিয়ে যেখানে চোখ না সারা বৃষ্টির শব্দ।
শেষ না হওয়া গল্পের পাতাতে
আজ কারণ লিখে রাখা সদ্য জন্মানো পদ্ম জীবনের ইচ্ছাতে।
বারান্দার ধার ঘেঁষে নারকেলে গাছের মাথা দুলছে
আজ হাওয়া লাগছে হৃদয়ের ইচ্ছাতে।  

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...