Thursday, July 28, 2016

আকাশ পথে

আকাশ পথে
...................... ঋষি
=======================================================
কোথায় তুই
আকাশে ,বাতাসে ছড়িয়ে থাকা দীর্ঘশ্বাস।
যদি ভাবিস প্রেম
সে তো শুধু কবিতার পাতায় পরে থাকা শব্দের মিশেল।
যদি ভাবতে চাস আমায়
আমি খোলা আকাশের ঘরে নীলের প্রতীক্ষা।

সময়
বড় অদ্ভুত রঙের একটা ইচ্ছা যদি ,
বয়ে চলে অনিচ্ছায় মানুষের সর্বত্র শিরা উপশিরায় জীবিত যাপন।
আকাশের গায়ে বড় বড় ঘর
প্রতি স্কোয়ার ইঞ্চিতে বাড়তে থাকা জীবন আর ভর।
সবটাই নির্ভর
তোর আমার মতো অনেকেই আছে বেঁচে
ছোট ,ছোট ক্লান্ত শহরে ঘুমিয়ে থাকা মানুষের বেশে।
কোনো জীবন্ত এক বিশাল আকাশ
যেখানে পৃথিবী নীলে মেশে।

কোথায় তুই
এটা কোনো প্রশ্ন নয় ইচ্ছে কোনো আকাশ পথে।
হাঁটতে থাকা জীবিত কফিনে
আজকাল শেষ পেরেক অনেকটা গভীর।
কিন্তু শহর বদলায়
আর মানুষ তবু বারংবার মানুষ খোঁজে। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...