Thursday, July 28, 2016

উপত্যকার দেশ

উপত্যকার দেশ
...............ঋষি
======================================================

উপত্যকার দেশ
আরোহী কোনো সাময়িকী দেশের গায়ে।
উত্তরণ প্রয়োজন
নিজের মলাট খুলে অন্য মলাটে তুমি বড় বেমানান।
নির্দিষ্ট পথে পথিক
সিন্ধু সভ্যতার অংশ গর্ভে তোমার প্রিয়স্থান।

দেশ বললেই
কাঁদবো কাঁদবো করে কেমন একটা আকুলপাথার কুল কুল রক্তের স্রোত।
সারা শরীরময় মারাত্নক বেদনা
মনে হয় এ যেন দেশের জ্বর।
ছায়া চায় রৌদ্র ,,,,,,,আবেশ মারা গেছে কোনো দেশের অংশে
কোনো প্রাঙ্গনে তার মায়ের স্তনে দেশের দাগ।
তৃপ্তি দেশাই হাজারো অনেক নারী আজ উন্মুক্ত কোনো জন্মের অভিশাপ
দেশ কাঁদছো উরুস্থলে রক্তের নদী।
আরো আছে উপখ্যান
দেশ ভাঙছে ,দেশ চাইছে দেশ নিজের গভীর অন্তরে
আজ শুধু হাহাকার।

উপত্যকার দেশ
কমপ্লিট মলাটে সাজানো কোনো উৎসব বাজারি শব্দে।
দুচারখান খিস্তি সকলেরই দিয়ে থাকে নিজের জন্ম দাগকে
কিন্তু দেশ ,
সে শুধু কাঁদছে মানুষের ভিতর কোনো অন্তর মহল
যে বোঝে না দেশের মানে। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...