চুপ কথা সব
............ ঋষি
===========================================
এই ভালো লাগা কোনো বেঁচে থাকা
সকালের ঘামে ভিজে জামা দৈনন্দিন গন্ধ একা থাকা।
আকাশের কথা
সে যে নিজের মাঝের লোকানো তোর মুখ।
হাসতে থাকা
ভালোবেসে আরো গভীরে কোনো রূপকথা।
আমি জীবিত
এই কবিতার বর্ণের ব্যাথায় বাড়তে থাকা মুহূর্তদের ঘুম ঘোর।
সকালের চোখ খোলা আজানের শব্দ
নিঃশব্দে অধিকার রাতজাগা অনুভূতিদের অরণ্যে বাস।
সারা নিস্তব্ধতা জুড়ে পড়ে থাকা শুকনো পাতা ,মাটি
আর পাখিদের কিচিরমিচির।
সবুজ আর অধিকার জুড়ে ইট কাঠ শহরের আরেকটা দিন
খুব কাছে ভিজে থাকা ,বৃষ্টি ভেজা শহর।
রাস্তায় না গড়ানো চাকাদের সাথে এক হাঁটু জল
চুপ কথা সব
আমার জীবিত সফরে আবার অরণ্যে তুই।
এই ভালো লাগা কোনো বেঁচে থাকা
সকালের সাথে ঘুম ভেঙে কোলগেটে ৯৩.৭ ফম।
পুরোনো কিছু গান মনের দেরাজে
আর টাটকা তোর মুখ সদ্য ঘুম ভাঙা চোখে।
আবার পৃথিবী
আমার মতো একা দেখা।
............ ঋষি
===========================================
এই ভালো লাগা কোনো বেঁচে থাকা
সকালের ঘামে ভিজে জামা দৈনন্দিন গন্ধ একা থাকা।
আকাশের কথা
সে যে নিজের মাঝের লোকানো তোর মুখ।
হাসতে থাকা
ভালোবেসে আরো গভীরে কোনো রূপকথা।
আমি জীবিত
এই কবিতার বর্ণের ব্যাথায় বাড়তে থাকা মুহূর্তদের ঘুম ঘোর।
সকালের চোখ খোলা আজানের শব্দ
নিঃশব্দে অধিকার রাতজাগা অনুভূতিদের অরণ্যে বাস।
সারা নিস্তব্ধতা জুড়ে পড়ে থাকা শুকনো পাতা ,মাটি
আর পাখিদের কিচিরমিচির।
সবুজ আর অধিকার জুড়ে ইট কাঠ শহরের আরেকটা দিন
খুব কাছে ভিজে থাকা ,বৃষ্টি ভেজা শহর।
রাস্তায় না গড়ানো চাকাদের সাথে এক হাঁটু জল
চুপ কথা সব
আমার জীবিত সফরে আবার অরণ্যে তুই।
এই ভালো লাগা কোনো বেঁচে থাকা
সকালের সাথে ঘুম ভেঙে কোলগেটে ৯৩.৭ ফম।
পুরোনো কিছু গান মনের দেরাজে
আর টাটকা তোর মুখ সদ্য ঘুম ভাঙা চোখে।
আবার পৃথিবী
আমার মতো একা দেখা।
No comments:
Post a Comment