Thursday, July 21, 2016

বারুদের গন্ধ

বারুদের গন্ধ
.................. ঋষি
======================================================
ওরা হেঁটে যাবে একে ,ওপরের বিপরীতে
কেউ তাকাবে  না কারোর দিকে।
শুধু হাঁটতে হাঁটতে মনে করবে এক রক্তাক্ত পৃথিবীর কথা
পৃথিবীর সব শহরে মৃতের স্তূপ ,বারুদের গন্ধ ।
স্বপ্ন দেখে ওরা মৃত্যুর
ওদের মাথায় ভর করে আছে কোনো অন্ধকার পৃথিবী।

অনুচ্চারিত শর্ত ফিসফিস মনে মনে আওড়াবে
খালি পায়ে ফুঁটে যাবে পথের কাঁকর ,বালি কিংবা হতেও পারে কাঁচের টুকরো।
ওরা কসম খেয়েছে ওরা থামবে না
হেঁটে যাবে সভ্যতার মৃত্যুর  দিকে।
একঝাঁক বারুদ যদি ছুঁটে আসে কে কাকে বাঁচাবে ?
কে ভাববে সে কথা ?
একঝাঁক ভালোবাসা যদি পথ রোধ করে ওদের
ওরা ফিরেও তাকাবে না,গলা টিপে মেরে ফেলবে শান্তি ।
ওদের ওয়াশ করা ব্রেনে ঢুকে আছে আলাদা ধর্ম মানুষ ছাড়া
ওদের ব্রেইনের মেমব্রেনে ঢুকে আছে কোনো মৌলবাদী হিংসা।
ওরা থামবে না ,মরে যাবে
তবু ওরা হেঁটে যাবে মানবিকতা আরো দূরে ,খুব দূরে।

রক্তের বন্যা বইবে
শহরে শহরে মৃত শবের স্তূপ  ,আর ধর্মের অরাজকতা।
ওদের হাতে থাকবে মানুষের রক্ত
ওরা সভ্যতাকে একলা রেখে হেঁটে যাবে বিপরীত দিকে।
মানবিকতা থেকে দূরে,মনুষত্বের থেকে দূরে
শুধু ধর্মের নামে ,ওদের রক্তে হিংসার বীজ। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...