তোমাকে ভেবে
.................. ঋষি
============================================
তুমি কি আজও আগের মতো আছো
নাকি বদলে গেছো ?
তোমার খোলা চুল ,নদীর ঢেউ আছড়ানো চোরা বালি
তুমি কি নদীর মতো আছো।
নিজের পথে এঁকে বেঁকে কোনো কুমারী সকালে
নাকি সমুদ্রে মিশে গেছো ?
তুমি কি আগের মতো আছো
সেই কৃষ্ণচূড়ার আকাশ ভরা লাল সারা পথ জুড়ে।
তুমি হাঁটছো আমার পাশে
আমি হেঁটে চলেছি তোমার দিকে ,,আরো এগিয়ে।
সামনে সেই নদী ,হাঁটু ভাঙা জল
তুমি বললে চল ,,,,,,,পেড়িয়ে যাবো ঠিক।
পেড়িয়ে যাবো সময় হৃদয়ের হাত ধরে পাশাপাশি
যেমন আমরা হেঁটে চলেছি প্রান্তর এই জীবন।
সামনে যদি পেড়িয়ে কাশফুল;
আমার আর ভালো লাগে না সাদা রং দেখতে
তুমি কি আজও আগের মতো আছো
নাকি কোনো সময় ?
একলা দাঁড়িয়ে নিজের কপালের ওপাশে লাল সিঁথি
ভিজে যাওয়া চোখে ,,আমার চুমু।
তুমি কি আজও আগের মতো আছো
নাকি অভিমানে আরো একলা হয়ে গেছো।
.................. ঋষি
============================================
তুমি কি আজও আগের মতো আছো
নাকি বদলে গেছো ?
তোমার খোলা চুল ,নদীর ঢেউ আছড়ানো চোরা বালি
তুমি কি নদীর মতো আছো।
নিজের পথে এঁকে বেঁকে কোনো কুমারী সকালে
নাকি সমুদ্রে মিশে গেছো ?
তুমি কি আগের মতো আছো
সেই কৃষ্ণচূড়ার আকাশ ভরা লাল সারা পথ জুড়ে।
তুমি হাঁটছো আমার পাশে
আমি হেঁটে চলেছি তোমার দিকে ,,আরো এগিয়ে।
সামনে সেই নদী ,হাঁটু ভাঙা জল
তুমি বললে চল ,,,,,,,পেড়িয়ে যাবো ঠিক।
পেড়িয়ে যাবো সময় হৃদয়ের হাত ধরে পাশাপাশি
যেমন আমরা হেঁটে চলেছি প্রান্তর এই জীবন।
সামনে যদি পেড়িয়ে কাশফুল;
আমার আর ভালো লাগে না সাদা রং দেখতে
তুমি কি আজও আগের মতো আছো
নাকি কোনো সময় ?
একলা দাঁড়িয়ে নিজের কপালের ওপাশে লাল সিঁথি
ভিজে যাওয়া চোখে ,,আমার চুমু।
তুমি কি আজও আগের মতো আছো
নাকি অভিমানে আরো একলা হয়ে গেছো।
No comments:
Post a Comment