শুধু এতটুকু
............... ঋষি
====================================================
কিছুটা কেলেঙ্কারি লেগে গেছে বুঝলি
আর কিছুদিন অভি তারপর তোকে। .............উপায় নেই।
ডাইরিতে সব লেখা সম্ভব নয়
সামনের মাসে আমার বিয়ের দিনতারিখ ঠিক হয়ে আছে।
কিন্তু তার আগেই বুঝলি। ........ সব বলা
না একদম সম্ভব নয়।
তোকে ফোনে পাচ্ছি না আজ বেশ কিছুদিন
শেষ তোর সাথে দেখা হয়েছিল অভি তোড়া কাকিমার খালি বাড়িতে।
তুই ফোন করে বলেছিলি আসতে
আমি যাবো না বলেও গেছিলাম প্রচুর ম্যানেজ করে ,
আসলে তোকে জানানো দরকার ছিল।
জানিয়েছিলাম ,,তুই যখন আমার উষ্ণতম খাঁজে ঠোঁট রেখে বলছিলিস
তোকে ছাড়া বাঁচবো না। ...তোকে জানিয়েছিলাম।
তুই শুনলি ,আমাকে টেনে নিলে বুকে
বললি একদম ভাবিস না ,,
আমিও নিশ্চিন্তে ঠোঁট ডুবিয়েছিলাম অভি সিগারেট পোড়া ঠোঁটে।
কিছুটা কেলেঙ্কারি বুঝলি অভি
তোর ফোন আনরিচেবেল আজ বেশ কিছুদিন। ....... উপায় নেই।
তবু ডাইরিতে লিখলাম
আর অপেক্ষা করা যাচ্ছে না ,,,,এইবার পালাতে হবে।
আর বাঁচা যাবে না। .....সব বলা সম্ভব না অভি
তাই শুধু এতটুকু লিখে গেলাম।
............... ঋষি
====================================================
কিছুটা কেলেঙ্কারি লেগে গেছে বুঝলি
আর কিছুদিন অভি তারপর তোকে। .............উপায় নেই।
ডাইরিতে সব লেখা সম্ভব নয়
সামনের মাসে আমার বিয়ের দিনতারিখ ঠিক হয়ে আছে।
কিন্তু তার আগেই বুঝলি। ........ সব বলা
না একদম সম্ভব নয়।
তোকে ফোনে পাচ্ছি না আজ বেশ কিছুদিন
শেষ তোর সাথে দেখা হয়েছিল অভি তোড়া কাকিমার খালি বাড়িতে।
তুই ফোন করে বলেছিলি আসতে
আমি যাবো না বলেও গেছিলাম প্রচুর ম্যানেজ করে ,
আসলে তোকে জানানো দরকার ছিল।
জানিয়েছিলাম ,,তুই যখন আমার উষ্ণতম খাঁজে ঠোঁট রেখে বলছিলিস
তোকে ছাড়া বাঁচবো না। ...তোকে জানিয়েছিলাম।
তুই শুনলি ,আমাকে টেনে নিলে বুকে
বললি একদম ভাবিস না ,,
আমিও নিশ্চিন্তে ঠোঁট ডুবিয়েছিলাম অভি সিগারেট পোড়া ঠোঁটে।
কিছুটা কেলেঙ্কারি বুঝলি অভি
তোর ফোন আনরিচেবেল আজ বেশ কিছুদিন। ....... উপায় নেই।
তবু ডাইরিতে লিখলাম
আর অপেক্ষা করা যাচ্ছে না ,,,,এইবার পালাতে হবে।
আর বাঁচা যাবে না। .....সব বলা সম্ভব না অভি
তাই শুধু এতটুকু লিখে গেলাম।
No comments:
Post a Comment