Wednesday, July 20, 2016

সার্কাস চলছে

সার্কাস চলছে
............... ঋষি
=================================================
ব্যস্ত তুই ,ব্যস্ত আমি
শহরের প্রান্তরে চলতে থাকা সার্কাসে।
মানুষ গুলো সব জোকারের মতো কাঁদা ,হাসায় ব্যস্ত
আর এই ব্যস্ততার শরিক আমি তুই।
একি হাওয়ায় গা ভাসায়
সবার মতো কাঁদি,হাসি প্রতিদিন আস্ফালনে।
.
কিছুটা মিল থেকে যায়
আর কিছুটা অমিল কিলোমিটারের স্কেলে লেগে থাকে দূরত্বের দৌরাত্ম।
সারা মহাজাগতিক সমস্ত চাওয়া ,পাওয়া
সবকিছু ছাড়িয়ে অনেকদূরে কোনো আজব কোনো রূপকথা। .
কিছুটা মিল পাওয়া যায়
কিছুটা অমিল থেকে যায় রূপকথা ভালোবাসাতে।
আরো কাছে আসাতে
অনেকগুলো সার্কাসের তাঁবু খাটানো শহরময়।
দৃশ্যের লেন্সে লেগে থাকা দিনযাপন
জোকারে হাসি ,আমি ,তুই আর আমরা।

ব্যস্ত তুই ,ব্যস্ত আমি
শহর জুড়ে বিজ্ঞাপন আজ সন্ধ্যার খেলার মাঠে অমুক সার্কাস।
সার্কাস তো চলছে
যেমন আমরা হেঁটে চলেছি নিয়মিত সার্কাসের স্টেজে।
কেউ হাসছে ,কেউ কাঁদছে ,কেউ লাফাচ্ছে যেন পিংপং বল ,কেউ সাইকেলে
অদ্ভুত সকলেই এই ভাবে বাঁচছে।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...