Friday, July 29, 2016

স্মৃতির হাতছানি

স্মৃতির হাতছানি
................. ঋষি
===========================================

বিশ্লেষণ চায় বুঝলে চলন্তিকা
কষ্টগুলো  পুঁটলিতে বেঁধে সময়ের সাথে হেঁটে যাওয়া।
পিছু ফিরে দেখলে মনে  হয়
মানুষের স্মৃতিগুলো বড় বেশি লজ্জাহীন।
পিছনে হাতছানি দেয়
আর বাড়তে থাকা স্মৃতি দিন প্রতিদিন।

সময় কখনো ভুলতে শেখে নি
মানুষও ভুলতে পারে না কিছু ,শুধু অভিনয় রপ্ত করে
হেঁটে চলা ,আর বেঁচে।
সময় কখনো একলা থাকে নি
তাই জানো  চলন্তিকা মানুষ একলা থাকতে পারে না
স্মৃতি জুড়ে কিংবা  স্মৃতি ছাড়া।
সময় কখনো কারোর অপেক্ষা করে নি
তাই তো মানুষও অপেক্ষা করে না শুধু এগিয়ে যায়।
কখনো যদি ফিরে আসতে  চায়
সময়ের ফেরা কিছুতেই সময়ে ফেরা যায় না।

বিশ্লেষণ চায় বুঝলে চলন্তিকা
নিজের সাথে কাটানো সময় দিন প্রতিদিন নিজেকে দেখা।
চেনা আয়না বদলায় না কিছু
শুধু বদলানো সময়ে বড় হতভাগ্য একলা  মানুষ।
একলা দাঁড়িয়ে শুধু পথের দিকে তাকায়
আর পিছনে পরে থাকে সময় আর স্মৃতির হাতছানি।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...