Tuesday, July 19, 2016

চলন্তিকার সত্যি

চলন্তিকার সত্যি
.............. ঋষি
====================================================
সেই সকাল ছিল বেনারসী রঙের
কটকটে কোনো ইচ্ছার লাল রঙের শাড়িতে চলন্তিকা বিয়ের কনে।
এই সমাজের ভাবি রূপ ,বিষয়ী ভাবনা
আজও নারীকে পর করে দেয় মুহূর্তে বিয়ে দেওয়ার ছলে।
তার সাথে মিশ্রিত কোনো যুবতীর  নারী হয়ে ওঠার স্বপ্ন
স্বামীর ঘর ,সিঁথিতে সিঁদুর ,সন্তান আরো কত।

সবটাই সামাজিক ভীত
নিয়মরীতি রেখে চলন্তিকার বিয়ে হয়ে গেলো বাবার ঠিক করা পাত্রের সাথে।
সব স্বাবাভিক সানাই বাজছে ,বর পক্ষ ,সমাজ সাক্ষী সাত রাউন্ড
তারপর কনে  বিদায় শ্বশুড় বাড়ি ,,অন্য ঘর।
এই গল্পটা জানা
কিন্তু চলন্তিকার বিয়ের আগে বরকে যে পণ দেওয়ার কথা ছিল দেওয়া হলো না।
কিংবা ধরো চলন্তিকা ঠিক  শ্বশুড় বাড়ির ধর্মের কল হতে পারলো নো
এটাও হতে পারে চলন্তিকা শ্বশুড় বাড়িতে নিজেকে খুঁজে পেলো না।
তারপর
বিছানার বৌ ,সমাজের বৌ ,শ্বশুড় বাড়ির কাজের বৌ।
আরো কত সামাজিকতা হলো,অজস্র সামাজিক নিয়ম হলো
মারধোর ,চোখ রাঙানি ,মানসিক ও শারীরিক সামাজিক ধর্ষণ হলো।
না এই সব বলতে নেই তাই  চলন্তিকা কাউকে বললো না
শুধু চোখের জল গড়িয়ে গেলো সময়ের সাথে সামাজিক নিয়মে।
কিন্তু চলন্তিকা আজও কুমারী রয়ে গেলো মনে মনে
তার যে আর স্বপের  বিয়ে করা হলো না।

আজ সকাল ছিল অন্য রঙে
কটকটে কোনো ইচ্ছার লাল রঙের শাড়িতে চলন্তিকার মেয়ে  বিয়ের কনে।
আজও সানাই বাজছে ,চলন্তিকা চুলে পাক ধরা অভিজ্ঞতা
মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে।
সবটাই সামাজিক রীতি হয়তো সামাজিক ভীতি ,খুব সাধারণ দৃশ্য
কিন্তু চলন্তিকার আজও সত্যি কথাটা বলা হলো না।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...