সেই গাছ
............. ঋষি
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
বিশ্বাসের মুখপোড়া আয়নায়
আজকাল একটা গাছ দেখতে পাই শুকিয়ে যাওয়া
উদাসীন চোখের পাতায় রাত্রি জ্বলে
ঠিক যেন জোনাকির মতো ভাসতে থাকা এলোমেলো বাতাস
আর তুই ক্ষনিকের ইচ্ছার সাথে মাতোয়ারা
কোনো নেশার রাত
পাঠশালা খোলা চেতনার মাঠে
সারা আকাশ জোড়া বিশাল বড় ছাতা।
যেখানে আশ্রয় পোড়ে বাতাসে না খুঁজে পাওয়া অবয়বরা কথা বলা
আমার কাছে আসে ,আদর করে ,তারপর ভীষণ কোনো কালবৈশাখী
আকাশ হারিয়ে দূর দূর যতদূর দেখা যায় ধূলি ঝড়।
সেই গাছ একলা দাঁড়িয়ে
কালবৈশাখী তুমুল ঝাপটায় পাতাগুলো সব কেমন মাটিকে কাছে চায়।
উড়ে যায় মাটির বুকে
আমি দেখতে থাকি দূর থেকে সেই গাছটাকে
যে ভালোবেসে কোনো আশ্রয় খুঁজতে চাই।
বিশ্বাসের মুখপোড়া আয়নায়
আজকাল আমার মতো কোনো শুকিয়ে যাওয়া গাছ।
কোনো দার্শনিক ঝড়ে উড়তে থাকে পাতা
সমস্ত পরিমণ্ডল জুড়ে ক্রমশ আস্তরিত বেঁচে থাকা ভুঁয়ো পরিচয়।
আর তুই ক্ষনিকের সেই কালবৈশাখী
আমার উড়তে থাকা শুকনো পাতা।
............. ঋষি
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
বিশ্বাসের মুখপোড়া আয়নায়
আজকাল একটা গাছ দেখতে পাই শুকিয়ে যাওয়া
উদাসীন চোখের পাতায় রাত্রি জ্বলে
ঠিক যেন জোনাকির মতো ভাসতে থাকা এলোমেলো বাতাস
আর তুই ক্ষনিকের ইচ্ছার সাথে মাতোয়ারা
কোনো নেশার রাত
পাঠশালা খোলা চেতনার মাঠে
সারা আকাশ জোড়া বিশাল বড় ছাতা।
যেখানে আশ্রয় পোড়ে বাতাসে না খুঁজে পাওয়া অবয়বরা কথা বলা
আমার কাছে আসে ,আদর করে ,তারপর ভীষণ কোনো কালবৈশাখী
আকাশ হারিয়ে দূর দূর যতদূর দেখা যায় ধূলি ঝড়।
সেই গাছ একলা দাঁড়িয়ে
কালবৈশাখী তুমুল ঝাপটায় পাতাগুলো সব কেমন মাটিকে কাছে চায়।
উড়ে যায় মাটির বুকে
আমি দেখতে থাকি দূর থেকে সেই গাছটাকে
যে ভালোবেসে কোনো আশ্রয় খুঁজতে চাই।
বিশ্বাসের মুখপোড়া আয়নায়
আজকাল আমার মতো কোনো শুকিয়ে যাওয়া গাছ।
কোনো দার্শনিক ঝড়ে উড়তে থাকে পাতা
সমস্ত পরিমণ্ডল জুড়ে ক্রমশ আস্তরিত বেঁচে থাকা ভুঁয়ো পরিচয়।
আর তুই ক্ষনিকের সেই কালবৈশাখী
আমার উড়তে থাকা শুকনো পাতা।
No comments:
Post a Comment