বিন্তিদের সকাল
.............. ঋষি
=============================================
বয়ে আসে লোকালয়, দিনকাল
দৈনন্দিন না শেষ হওয়া আকাশের চাঁদ আর খিদে।
বিন্তির মাকে কাঁদতে দেখি নিজের ভিতর
বারান্দায় আকাশ দেখার যোগ্যতা খোঁজা আমি যে বেঁচে।
বিন্তি বাবা মরা সন্তান
আর এই সমাজ যেখানে একলা আকাশের নিচে দুজনে।
সকালের স্কুলে পৌঁছে বিন্তির মা ছোটে
অফিসের পিয়নের কাজের ঐটুকু সম্বল সংসারে।
সংসার সে তো ছিল বিন্তির বাবা বেঁচে থাকা কালীন
এখন শুধু বেঁচে থাকা বিন্তির মুখ দেখে।
স্বামী মারা গেলো বিন্তি তখন পেটে
একটা দুর্ঘটনা কিভাবে সমাজ বদলে দেয় ,কিভাবে মানুষ,
সবটাই জানা হয়ে গেছে ,সবটাই বোঝা।
প্রথম প্রথম আত্মীয় স্বজন ,তারপর বন্ধুরা ,,এখন তো শুধু
আছে এই সমাজের কিছু শরীর চাঁটা দৃষ্টি আর শূন্যতা।
বয়ে চলা সামাজিক ধারা আর রোজকার সকাল
খিদের পৃথিবীতে অনেকটা যোগ্যতা খোঁজে বাঁচা বিন্তি আর বিন্তির মার।
রাতের আকাশের দিকে তাকিয়ে বিন্তিকে মা বলে ,,ঐ তারাটা বাবা
আর বিন্তি প্রশ্ন করে আচ্ছা আমরা কোথাই ?
উত্তর ভেবে গায়ে কাঁটা দেয় বিন্তির মা ভাবে
ইশ বিন্তিটাও যদি ছেলে হতো।
.............. ঋষি
=============================================
বয়ে আসে লোকালয়, দিনকাল
দৈনন্দিন না শেষ হওয়া আকাশের চাঁদ আর খিদে।
বিন্তির মাকে কাঁদতে দেখি নিজের ভিতর
বারান্দায় আকাশ দেখার যোগ্যতা খোঁজা আমি যে বেঁচে।
বিন্তি বাবা মরা সন্তান
আর এই সমাজ যেখানে একলা আকাশের নিচে দুজনে।
সকালের স্কুলে পৌঁছে বিন্তির মা ছোটে
অফিসের পিয়নের কাজের ঐটুকু সম্বল সংসারে।
সংসার সে তো ছিল বিন্তির বাবা বেঁচে থাকা কালীন
এখন শুধু বেঁচে থাকা বিন্তির মুখ দেখে।
স্বামী মারা গেলো বিন্তি তখন পেটে
একটা দুর্ঘটনা কিভাবে সমাজ বদলে দেয় ,কিভাবে মানুষ,
সবটাই জানা হয়ে গেছে ,সবটাই বোঝা।
প্রথম প্রথম আত্মীয় স্বজন ,তারপর বন্ধুরা ,,এখন তো শুধু
আছে এই সমাজের কিছু শরীর চাঁটা দৃষ্টি আর শূন্যতা।
বয়ে চলা সামাজিক ধারা আর রোজকার সকাল
খিদের পৃথিবীতে অনেকটা যোগ্যতা খোঁজে বাঁচা বিন্তি আর বিন্তির মার।
রাতের আকাশের দিকে তাকিয়ে বিন্তিকে মা বলে ,,ঐ তারাটা বাবা
আর বিন্তি প্রশ্ন করে আচ্ছা আমরা কোথাই ?
উত্তর ভেবে গায়ে কাঁটা দেয় বিন্তির মা ভাবে
ইশ বিন্তিটাও যদি ছেলে হতো।
No comments:
Post a Comment