Thursday, July 14, 2016

চলে যাওয়া

চলে যাওয়া
........... ঋষি
==============================================
চলে যেতে পারি
সত্যি বলছি চলন্তিকা চলে যেতে পারি।
এই শহর পেরিয়ে  প্রান্তরে নিরালায়
এক মুঠো মুহূর্তদের ছোঁয়া নিস্তব্ধতা বুকে নিয়ে
দেওয়ালে লাগা পিঠ সে শুধু আমার হোক।

অনেকদিন ভেবেছি  চলে যাবো
নিজের পায়ের চটি জোড়া ছেড়ে যাবো খালি পায়ে।
নিজের বুকশেলফে রাখা চলন্তিকা সেই লাল খামটা
সেই বুক ভেজানো চিঠিটা ফেলে যাবো।
ফেলে যাবো মায়ের স্মৃতি ভরা কোনো নারীর না ফুরোনো  ছবিটা
ফেলে যাবো বিকেলে কাঠবিড়ালী পেয়াড়া তুমি খাও।
সেই শৈশবটা
আর ফেলে যাবো অপ্রতীম তৃষ্ণা
যে কোনো যদি নয় ,কোনো স্পর্শ চলন্তিকা তোর মতো।

চলে যেতে পারি
বারংবার চলে গিয়ে আবার পিছনে ফিরে দেখি।
এই শহরের কলমে লেগে থাকা জন্মানোর অধিকার
বারংবার চান্স নিয়ে দেখতে চাই
যদি একবারও নিজেকে ফিরে পাওয়া যায়। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...