Tuesday, July 19, 2016

বিশ্বাসের বেহায়াপনা

বিশ্বাসের বেহায়াপনা
............. ঋষি
=============================================

কাঁচ ভেঙে পরে
ঝুরঝুর বেহায়াপনা বিশ্বাসের নামে।
কাঁচে টুকরো সব হাতে ফোঁটে
হয়তো হৃদয়ে।
কিন্তু সময় সে যে কাঁচে রক্তের থেকে সত্যি
ক্ষত মুছে  যায় ,কিন্তু বিশ্বাস ?

সেদিন বিশ্বাসকে দাঁড়িয়ে থাকতে দেখলাম ঈশ্বরের কাছে
ঈশ্বর প্রশ্ন করলো তুমি কার ?
বিশ্বাস খুব গম্ভীর ভাবে উত্তর দিলো আমি একলার।
সে দিন থেকে ঈশ্বর হাসতে ভুলে গেলেন
সোজা কোনো ব্রোথেলের যোনিতে জিভ  রেখে বললেন।
দেখ বিশ্বাস কর
আমি এটা ,তোর মতো একলা।
বিশ্বাস একটুও অবাক হলো না
একটুও  কাঁদলো না ,একটুও না।
শুধু আস্তে আস্তে নীল হয়ে মোড়ে গিয়ে
অবিশ্বাস হয়ে গেলো।

কাঁচ ভেঙে পরে
ঠিক যেন বিশ্বাস ভাঙা কাঁচের টুকরো হৃদয়ের মেঝেতে।
রক্তাক্ত হতে পেতে ,হৃদয় তো
ভীষণ নরম।
তবে বিশ্বাস ঠিক বদলে যায়
একবার সত্যি বিষাক্ত অবিশ্বাস পেলে। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...