Friday, September 23, 2016

মেরুদন্ডহীন

মেরুদন্ডহীন
............. ঋষি
==================================================
মশাই ভালো আছেন তো ?
সকলকে ভালো রাখলে নিজেকে ভালো রাখা সম্ভব না।
পাড়ার বস্তির পাঁচ বছরের ছেলেটা স্কুলের বদলে চায়ের দোকানে কাজে যায়
আর তার মা রাস্তার কাগজ কোরানী।
আপনার ছেলে নিশ্চয় কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে
আর বৌ নিশ্চয় সুখী হাউস ওয়াফ।

কি এসে যায় আপনার ?
ঠিক তো আপ বাঁচলে বাপের নাম ,কেন ভাববেন?একদম না।
পাশের পাড়ায় কলেজ ফেরত মেয়েটা দিনে দুপুরে রেপ্ড হলো
আপনি গেছিলেন তো যেদিন পুলিশ এলো,
অফিসে বলেছিলেন মেয়েরা এমন ড্রেস পড়লে এমনি হয়।
ঠিক তাই যা দিনকাল
নিজেকে সুরক্ষিত রাখাটাই খুব বিপদজনক ,সেখানে প্রতিবাদ।
না মশাই এই সপ্তাহে ওই মেয়েটার প্রতিবাদ মিছিলে যাবেন না
যুগের হাওয়ায় গা ভাসান ,ওই সব মেরুদন্ড টেরুদন্ড ফালতু।
ভাবুন তো ডাইনোসর পারলো না পরিবর্তিত আবহাওয়ার সাথে মানাতে
কিন্তু গিরগিটি পারলো।
আপনি বরং ছোট গিরগিটি হয়ে যান
আর সময় অনুসারে রং বদলান।

মশাই ভালো আছেন তো ?
নিজেকে স্বার্থপর,বিবেকহীন ,মেরুদন্ডহীন করাটা এই সময়ের দস্তুর।
আপনিও পুরোদমে মেতে যান
এই সব কালোবাজারী ,জুলুমবাজি ,খুন ,রাহাজানি ,দেশ
যা হওয়ার হবে ,আপনার কি ?
আপনি সুস্থ থাকুন ,ভালো থাকুন গিরগিটি  হয়ে।


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...