ভালোবাসা আসলে স্মৃতি বা বিস্মৃতি
আর ভালোবাসার অভ্যেসটা একটা ভায়োলিন
যা সর্বদা মিষ্টি কিংবা কষ্টের সুরে বাজে।
.
সমস্ত প্রেমই কোনো একদিন বৃদ্ধাশ্রমে চলে যায়
তবে সেখানেও নিয়ম করে সূর্যাস্ত হয়
সেখানেও গোলাপবাগান থেকে ছুটে আসবে স্বপ্নিল হাওয়া ,
সেখানেও প্রেমিক বা প্রেমিকার কাটা মুন্ডু নিয়ে খেলা করে আপোসের খেলা
সেখানেও এক ক্ষুধাতুর বাঘ হঠাৎ ঘুম থেকে উঠে বসে মানুষের মনে
বাঘটা রক্ত খোঁজে
ভালোবাসলে খিদে মেটে না যে।
.
সমস্ত টুরু লাভ আর পরকীয়া, কিতকিত, এক্কা দোক্কা
সব খেলা শেষ হওয়ার পরে
কাঁপা কাঁপা হাতে মানুষ সুঁচের ভিতর সুতো লাগায়
তারপর নিয়মকরে সেলাই করতে বসবে ভালোবাসার কাপড়,
সমস্ত অস্ত্রশস্ত্র, কুটিল যত পশ্চারের লুব্ধ মানপত্র
কোনো এক বশ্যতার দিনে হারানো শ্রাবনের গল্পগুলো খুব যত্নে
রিফু করে স্মৃতির ভিতর।
আবছায়া হয়ে আসা নকশারা, আহত কবিতার স্তুপ
ভুলতে চাওয়া সেই সব দিন মনের ভিতর ভায়োলিনের সুর
ভালোবাসা তখন অন্ধকারে লীন হয়েও
সে যেন আলোর হৃদয় মরদেহে মন্থর মোম হয়ে জ্বলতে থাকে
গলতে থাকে
ভালোবাসার অস্ত্রপচারের পরও অঙ্গের সেই অভাবটুকু থাকে ঠিক
কিন্তু স্মৃতিতে থাকে লুকোনো অহংকার।
.
সেই সব দিনে
... ঋষি
No comments:
Post a Comment