Tuesday, June 25, 2024

তবুও প্রেম আসে

সবাইতো পুরুষ কিংবা নারী হয় না
তবুও তাদের মনে প্রেম আসে
প্রেম আসে এলোমেলো মানুষের চেহারার দেয়াল টপকে
ময়লা রঙের ধুলো সরিয়ে ,মড়ক-লাগা চুলে ঢেউ তুলে 
কিংবা ক্লিন সেভিং করে নারী হওয়ার প্রচেষ্টায় ।
.
সবার তো নিখুঁত বুক ,পাছা ,সঙ্গম ইন্দ্রিয় নাও থাকতে পারে 
সবার তো আর নিখুঁত দাঁত, নখ, চুল, ঠোঁট, ভুরু নাও থাকতে পারে 
সবাই তো আর অমিতাভ বচচনের মতো লম্বা হয় না 
হয় না সবাই করিনা কাপুরের মতো জিরো ফিগার 
কিন্তু তাতে কি এসে যায় তাদের ? 
কে তাকালো তাদের দিকে,কে তাকালো না 
তাতে কিছুই বদলায় না 
শুধু এটা সত্যি তবুও তাদের মনে প্রেম আসে। 
.
অন্যরা হাসে, অবাক হয়, রাগ করে
'কি সাহস!'
কেউ বলে অমন ফিগার নিয়ে দেখো কেমন নিলজ্জ ক্যাটওয়াকে হাঁটছে 
বাড়িতে আয়না নেই?
কেউ বলে ইশ এদের দেখলে আমার গা রিরি করে 
এগুলো ছেলে না মেয়ে 
ইশ কি বিচ্ছিরি গলায় কথা বলে। 
আমি জানি এই কথাগুলো ভোঁতা বুলেটের মতো তাদের তাদের চারপাশে ছিটকে পড়ে 
এই কথাগুলো ভীষণ অপ্রাসঙ্গিক হয় মরা মাছির মত
কারণ ওরা জানে
মনে প্রেম এলে সবাই সুন্দর হয়।
সব্বাই।
.
তবুও প্রেম আসে 
... ঋষি

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...