পালাবার পথ ?
এই নিজেকে আবিষ্কারের মুহূর্তগুলো হামিং বার্ডসুলভ হালকা কারসাজি
আকাশের ইশারা বুঝতে বুঝতে মেঘে মেঘে বেলা হলো
এখন এই অবেলায় সাগরতীরে
কামনার রঙিন ঝিনুক এখন ফ্যাসফ্যাসে সাদা।
.
ইদানিং সমুদ্রের ফেনার গল্পে রাত হয়ে আসে রোজ
হাই ভোল্টেজ গরমে এখন সারা শরীর জুড়ে দামামা বাজে
জীবনের ঈশানদিকের অদৃশ্য মোহনায় চুমুর যোগফলে আজ তোমার বিরক্তি
অথচ একদিনের সেই গল্পটা সমুদ্রের থেকে গভীর ছিল
এখন নিস্তেজ ঠোঁটের কাছে ঠোঁট ,বধ্যভূমিতে পরাহত তিল
সমস্ত উধাও জাদুতেই আসলে দৈনন্দিন।
ওইখানে যেও না তুমি, কথা বোলো না যার তার সাথে
অদ্ভুত জীবনানন্দীয় চাপ
আজ হাসি পায় সেই ডিআইজি সায়েবের বোকা বোকা গল্পে
জানি ভীষণ নিশ্চুপ আর ডেড-বোরিং আমার এই সায়াহ্নসায়র।
যারা চলে যাচ্ছে ঘর থেকে পরবাসে
তাদের জন্য আরব্যরজনীর গল্প
এ পৃথিবীতে কারোরই আসলে বয়স বাড়ে না
শুধু চোখের উপরে জমতে থাকে সমুদ্রের স্তূপাকৃত বালি
আর জীবন তখন সমুদ্রের সামনে দাঁড়িয়ে দেখা সমুদ্রের ঢেউ।
সমুদ্রের জলে মানুষের চান করতে থাকা ফটোফ্রেমগুলো সব রূপকথা
কিন্তু সেই রূপকথার ফ্যান্টাসির চাবুক হলো
তুমি থাকো বুকের কাছে সবসময়
তবুও থাকো না।
.
তবুও থাকো না
... ঋষি
No comments:
Post a Comment