Friday, June 28, 2024

নেশা যুক্তি

মদের দোকানের নিচে একসাথে  হতে হতে আমরা ভাবি 
এই তো মস্তি 
আসলে  হ্যাংওভার থেকে যখন খুলে আসে দিগ্ভ্রান্তি,  দ্বিধা
ঠিক তখনি আমরা পালাই জীবন থেকে। 
চুমুগুলো ভাঙতে থাকে ক্রমশ 
চেয়ার থেকে কোলে করে তোমাকে জড়িয়ে নেমে আসি 
তারপর কিছু মনে থেকে না 
পৃথিবীটা যেন  পিকনিক,নেশায়  ভরে ওঠে
অবিরাম দৃশ্যে, অবিশ্বস্ততায় আর অনিয়ন্ত্রিত ভালোবাসায়। 
.
খাবারের বাটি
সালাদ... ?
অভ্যাসবসত তোমার পরিচিত ঠোঁট পারিজাত নষ্ট করে 
জানতে ভালো লাগে পাস্তুরের বিজ্ঞান
নষ্ট কবিতার পাতায় আমিও যে নষ্ট বহুদিন। 
মদের দোকানের পাশে ঝুলন্ত বালবের ফিলামেন্ট জ্বলে, ধীরে
ফলে মাথাপিছু প্রতিজনের ছায়া তৈরী হয়,
সেইখানে আমরা নিচুস্বরে কথা বলি হয়তো ঈশ্বরের সাথে
সমুদ্রের ঢেউ এসে আমাদের পায়ে লাগে
হয়তো বালির পায়ে জীবন সমুদ্রের জলে ধুয়ে যায়। 
তারপর জানি না একদিন সময় গুটিয়ে যায় 
তবুও চুলের ফিতের মত পথটুকু কিছুতেই শেষ হয়েও হয় না 
ফলে তোমাকে দেখানো হয়  না সমুদ্র,
বালিয়াড়ি, দিকচিহ্নের বিভিন্ন ধারাপাত। 
তোমাকে দেখানো হয় না আর মানুষ নেশা করে ভুলতে 
ঢলায়মান রাত্রি ! সেই  লুম্পেন কুয়াশা
আর তোমাকে। 
.
নেশা যুক্তি 
... ঋষি

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...