Sunday, June 9, 2024

রেডিও স্টেশন জীবন

সময়ের রেডিওতে ধরা  ON AIR  ছবি স্টেশন...
.
শিউলি ফুল এফএম এর আজকের নিবেদন: 
ছড়ানো শৈশব ,
নতুন ক্লাসের বই ,নতুম বইয়ের গন্ধ ,কত বন্ধুর মুখ 
ক্রিকেটের মাঠ ,উর্মি  ম্যামের ভূগোলের ক্লাস 
স্কুল ফাঁকি সেই টিফিনের চোখ 
তুমি জানো কি আজও তাকিয়ে থাকি 
সাইকেলের চেইনে লাগা সেই কালো দুটো হাতে। 
.
বৃষ্টি ভেজা দিন :
একটা বৃষ্টিভেজা রাস্তা,প্রথম চুমু 
সন্ধের শাঁখ, পুজোর নাটকের মহলায় ফাঁকি, জোলো হাওয়া
কার যেন উষ্ণ ঠোঁটের ফিসফিস
সময়ের যৌবনে তখন পাপুদার বইয়ের দোকান 
সিগারেটে টান 
ডি ডি এল জে সেই সময়ের গানআর মুখে শিষ   ।
.
পাকা চুল ৪২.৬ :
প্রতিদিন অফিস ফেরত বাস 
সৌমিত্র ,শঙ্খ ঘোষ সকলেই হাপিস এই শহরের বাতাসে 
তবু দিন আসে রাত কাটে 
বাজারের থলি ,মাছের দর ,ওয়েদার রিপোর্টে ঘাম 
সময়ের বদল ,গদি বদল 
ইস্টবেঙ্গল ,মোহন বাগান আর স্টেডিয়ামে ভিড়। 
.
ভয় ৭২ :
এ যেন চেনা সুর 
পিছন থেকে সামনে হেঁটে আসা পুরোনো অভ্যাস ,
সময়ের জামাটা আমার নয় জানি 
তবু ভয় 
ক্রমশ হেঁটে যাওয়া বিপরীতে মানুষের ভিড় 
দরজার বাইরে দাঁড়িয়ে তোমাকে বোঝা যায় না। 
.
রেডিও রজনীগন্ধা:
বিসমিল্লার সানাইএর সঙ্গে আজ সংগতে আছেন
জীবন 
সাজানো রজনীগন্ধার শেষ গাড়িটা দাঁড়িয়ে বাড়ির সামনে 
ছবির ভিতর থেকে একটা জীবন যেন ক্লোরোফর্ম 
অথচ নিশ্বাস চলছে 
আর বিশ্বাসে দরজা খুলে তুমি দাঁড়িয়ে। 
.
রেডিও স্টেশন জীবন 
.. ঋষি

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...