Saturday, June 22, 2024

আস্তাকুঁড়

মাঝে মাঝে শহরের রাস্তার পাশে আস্তাকুঁড়গুলোতে অবাক হয়ে দেখি 
একত্রিত হওয়া শহরের যত ঝরা পাতা ,ঝরা অনুভূতি,মানুষের নষ্ট স্বপ্নদের 
দেখি মিথ্যের প্লাস্টিক দিয়ে বানানো অসংখ্য  ব্যস্ততার ঠোঙা 
সাজানো ঈশ্বরের পায়ে দেওয়া অজস্র পচা ফুল 
অজস্র সময়ের সাক্ষী অজস্র মানুষে মুহূর্তদের। 
.
যখনি আমি আস্তাকুঁড়গুলোর পাশ দিয়ে যাই অবাক হয়ে দেখি 
মানুষের অজস্র বাতিল স্বপ্ন পরে আছে অতি অবজ্ঞায় 
তাদের কিছুদের গায়ের হ্যাপি আ্যনিভারসারি লেবেল যা এখনো ওঠেনি
অসংখ্য গিফট র‍্যাপ যা মানুষের উৎসবের সাক্ষী ,
দেখি অজস্র ভাঙা মন পরে থাকে আস্তাকুঁড়ের যত্রতত্র  
অন্ধ বাল্বের মত তারাও বেওয়ারিশ,
দেখি অজস্র সঙ্গমের চিহ্ন ,কত যে কাছে আসার সাক্ষী অসংখ্য ব্যবহৃত কনডম 
অসংখ্য মিথ্যা প্রতিশ্রুতি ,অসংখ্য উদযাপনের দিন। 
দেখি পরে থাকতে আক্ষেপের ফাটা রেকর্ড 
যাতে আজ শুধু একটাই লাইন বাজে, 'আমার সাধ না মিটিল, আশা না পুরিল' ।
দেখি চুপসে যাওয়া আত্মবিশ্বাসের ফুটবল
হাসিতে ভেজানো ছেঁড়া রুমাল, স্মৃতির ফাঁকা ফ্রেম, আরো কত কি।
.
আমি অবাক হই প্রতিবারেই শহরের আস্তাকুঁড়গুলোর দিকে তাকিয়ে 
আসলে আস্তাকুঁড়গুলো মানুষের বিভিন্ন গোপন মুহূর্ত আর রিপুদের সাক্ষী, 
আমার অবাক হয়ে ভাবতে ভালো লাগে 
এই আস্তাকুঁড়গুলো আসলে মানুষের অসংখ্য অনুভূতির মিউজিয়াম 
যেখানে কর্পোরেশন মানুষের প্রাগৈতিহাসিক বাতিল স্বপ্নদের জমা করে।
.
আস্তাকুঁড়
... ঋষি

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...