আচ্ছা, প্রশ্ন ছিল স্বপ্নদের কি হয় ?
ওরা বাঁচে মানুষের চোখে ,কখন পূরণ হয় ,কখনো হয় না
পূরণ না হওয়া স্বপ্নরাই তো মৃত তাই না
স্বপ্নরা মরে গেলে কি হয় ?
তারা কি অশরীরী প্রেতের মত ঘুরে বেড়ায়, ভর করে এর ওর কাঁধে?
সুখের স্বপ্ন, ভালো থাকার স্বপ্ন , স্বাধীনতার স্বপ্ন পাগল করে মানুষদের
নাকি লাইন দিয়ে দিয়ে দাঁড়ায় শেষ বিচারের অপেক্ষায় ।
আচ্ছা স্বপ্নদেরও কি শাস্তি হয় ?
মিথ্যে আশা জাগানোর জন্য তাদেরও জন্যও কি মনখারাপ করে কেও ?
আচ্ছা স্বপ্নরা কি শুধু ধোঁয়াশা ?
না নিশীথ রাতের সেই মুগ্ধ বাঁশির সুর ?
.
এই যে হাজারো চাপা খবর ,ওয়াটস-অ্যাপ,ইনস্টাগ্রামে ,ফেসবুকে
হাজারো মানুষ ,হাজারো মুহূর্তের ভাঙা ,গড়া স্বপ্নের চোখ
সব কি তবে সত্যি ?
এই যে শৈশবে দেখা বেণীমাধব আজ কারখানায় কাজ করে
কারখানার ওয়েল্ডিং মেশিনে তার স্বপ্নগুলো প্রতিদিন গুঁড়োয়
আর মেঘবালিকা বলে সেই মেয়েটা যে সাধারণ গৃহবধূ
রান্নাঘরে জানলা দিয়ে দেখা আকাশে তার স্বপ্নগুলো সব পাখি
কিংবা এই যে বারংবার গিয়ে আমরা সকলে দাঁড়াই অবনীর দরজায়
একবার শক্তিবাবুকে ছোঁবো বলে
এই স্বপ্নগুলো কি তবে মিথ্যে ?
তবে কি সকলেরই কান্না পায় স্বপ্ন স্পর্শ করার জন্য ?
.
আচ্ছা সত্যি কি স্বপ্ন বলে কিছু আছে পৃথিবীতে ?
নাকি না ছোঁয়া ,না পাওয়া ইচ্ছাগুলো সব স্বপ্নের রূপ ?
আচ্ছা জানতে ইচ্ছে করে বড়ো
স্বপ্নরা কি সত্যি পূরণ হয় ?স্বপ্ন পূরণ হলেই কি মানুষ সুখী ?
যারা স্বপ্ন দেখেছিল কুরুক্ষেত্রের সেই রক্তক্ষরণের ধুসর ভূমিকায়
তারা কি সত্যি নিজ জীবনে সুখী ছিল ?
হিটলার , আলেকজেন্ডার , বিন তুঘলক তারা স্বপ্ন দেখেছিল
কিন্তু সত্যি কি তাদের স্বপ্নদের স্বর্গ হয়েছিল ?
এই যে আমাদের ভারতবর্ষের ১৯৪৭ এর স্বাধীনতার স্বপ্ন
সত্যি তো আজ ,
কিন্তু সত্যি কি ?
.
আমার ভীষণ জানতে ইচ্ছে করে
স্বপ্নদের কি সত্যি কোনো শরীর আছে ?
স্বপ্নদের কি সত্যি কোনো ভালো থাকা আছে ?
যারা স্বপ্ন দেখে তারা কি সত্যিই ভালো থাকে ?
এই যে আমি প্রতিদিন স্বপ্নে দেখি তুমি টিয়া রঙের শাড়ি পড়ে এসে দাঁড়াও
মুচকি হাসো আমার দিকে চেয়ে
তোমার গলায় লক্ষণাবতীর এস্রাজের সুর
আমাকে মুগ্ধ করো
আমি লিখে ফেলি হাজারো কবিতা শুধু তোমার স্বপ্নে
শুধুই তোমাকে শোনাবো বলে
কিন্তু সত্যি কি আমার কবিতাগুলো আদৌ তোমায় স্বপ্নে আসে ?
.
স্বপ্নের কবিতা
... ঋষি
No comments:
Post a Comment