Friday, June 28, 2024

না আসা কবিতারা

কবিতা আসেনা ইদানিং 
লিখতে গেলেই শব্দ খুঁজতে থাকি , 'কি-বোর্ড' থমকে যায়
শব্দরা মিছিল করে আসে ঠিক তোমার মুখের মতো 
কিন্তু সেই  মুখটা কথা বলে না আর তাই আর লেখা আসে না। 
শুধু আঁকাজোকা , জ্যামিতি ছড়ানো, শব্দ মিসিং ভাবনারা 
বড্ডো বায়না করে 
তোমাকে লিখতে চাই তারা,কিন্তু পারে না । 
.
সময়ের ডেস্কের নিচের ড্রয়ারে সেই জং ধরা তুলিটা 
শুকনো না-ধোয়া রঙ নিয়ে
সে আমার  মতোই অপেক্ষায় আছে তোমার কথা শোনার ,
বুকের ক্যাবিনেট থেকে বাহান্নটি গল্প 
আজকাল ঝটপট করে ডানা ঝাপ্টাতে থাকে একলা বারান্দায় 
উড়তে পারে না 
শব্দ আসে না 
লেখাও না। 
.
ভাবি কবিতা ছেড়ে ছবি আঁকবো এবার 
বিদেশী এ্যাবস্ট্রাক্ট আর্ট হয়ে তোমাকে ভাসিয়ে দেবো জীবনের পাতায় ,
কবিতায় সত্যি বলা বড় দায় 
আকাশের তলে, নদীদের জলে, এ্যাতো এ্যাতো জল
প্রবল বেগে চলে যাবে ক্যানভাসের উপর 
ভেতরে। তোমার দেয়ালে কত দিন পর উথালপাথাল 
এই শহরটা জানে ,জানতে চাই না 
কবিতা একটা বিদ্রোহ ,আর ক্যানভাস হলো সত্যি। 
.
এই দ্যাখো শব্দগুলো তোমার মতো কেমন অনবরত মুহূর্ত 
যদিও আমার আঙিনায়  সিলিংবিহীন চাঁদ ,জ্যোৎস্না
তবুও কি করে যেন কবিতা আসছে এই মুহূর্তে ,
ভাবনারা মিউজিয়ামে জমে থাকা মমির শরীরের সুগন্ধ 
যেন ছায়া শরীর 
জানি কবিতা এলে তুমি খুশি হও ,আমিও
কিন্তু একটা দুঃখ থেকেই যায় ,আমি ছবি আঁকতে পারি না। 
.
না আসা কবিতারা 
... ঋষি

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...