Wednesday, June 5, 2024

জতুগৃহ

কি যেন নাম ছিল তোমার 
সত্যি কি তুমি আমার হতে চেয়েছিলো 
সেই কোথায় একটা আমরা বেড়াতে গেছিলাম 
ভেবেছিলাম চিরদিন মনে থাকবে ,
সেখানে সেই বিশাল সমুদ্র কিংবা পাহাড় ,পাখিদের ঘর 
তোমার সেই কথাগুলো 
ভেবেছিলাম চিরকাল মনে থাকবে। 
.
একান্ত অন্ধকার ঘুম 
তুমি বদলানো মুখ 
কাপাস তুলোর মতো উল্টোপাল্টা স্মৃতি 
ছেঁড়া মেঘ ,একলা চাঁদ ,চানাচুর আর সাইকেলের গল্প 
ধুস কিছু মনে করতে চাই না  ,
ইদানিং সকাল আসে তখন বাড়িটা বড় অদ্ভুত 
যে শব্দগুলো হওয়ার প্রয়োজন ছিল না কখনো 
সেই শব্দগুলোই ঘুম ভাঙায়
বাড়িটা একটা জতুগৃহ। 
.
নিয়ম করে নিয়ম মাফিক একটা চালচিত্র এক ছাদের তলায় 
ঘুম আর ঘুমের ছড়া ,বাচ্চা ভুলোনো গান 
কেউ বিশ্বাস করে না জানি আমি যে বড়ো হয়ে গেছি 
আর ঘুমপাড়ানি গানে ভুলবো না 
এখন শুধু বারুদের অপেক্ষা। 
রান্নাঘরে গ্যাসে জ্বলতে থাকা যৌবন ,হাজারো ভুল 
বারান্দার টবে একলা সেই গাছগুলো 
আকাশ বহুদূর ,
জুতোর তাকে সাজানো রকমারি জুতো 
আলমারির তাকে বিভিন্ন রঙের অসম্ভব রকম সব আশা 
আজ আর দাগ টানে না 
এখন শুধু অপেক্ষা আর দেখার 
কে প্রথম দেশলাইটে জ্বালে। 
.
জতুগৃহ 
... ঋষি

No comments:

Post a Comment

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...