Friday, June 14, 2024

চোর পুলিশ খেলা

চোর পুলিশ খেলছি আমরা নিয়ম করে 
লুকিয়ে রাখতে চাইছি নিজেদের দুর্বলতা, বিবেক দংসিত স্মৃতিদের 
রিপুগ্রস্ত চরিত্রের ভাঁজে ভাঁজে ময়লার আস্তরণ
চরিত্রহীনতা আর বালখিল্য নিষ্ঠুরতায় আবিষ্কার করতে চাইছি
অনবদ্য জঞ্জাল ঘেঁটে মনের উপর মন ।
.
প্রশ্ন জাগে মেয়েমানুষ তোর কাছে এলেই কেন আমি
ছেলেমানুষ হয়ে উঠি?
প্রশ্ন জাগে চরিত্রহীনতার গল্পে নারী ,পুরুষ অবশেষে একটা দুর্বলতা 
সমাজে বাইরে দাঁড়িয়ে অন্য সমাজ ,
প্রশ্ন জাগে পুরুষমানুষের কাছে মেয়েরা এলেই 
কেন যে নদী হয়ে যায় ?
.
ফ্ৰয়েডের খেলা  
নাকি উত্তরণের পথিকৃৎ জন্মের প্রথম গাঁথা আদম কিংবা ইভ 
নাকি একটা পরিপূরকের গল্প ?
যারা বলে সামাজিক ধারাবাহিকতা, পক্ষপাতিত্ব সত্যি 
তারা কি কেউই জন্মায় নি ?তবে চোখে কি তাদের পর্দা ? 
সঙ্গমে দোষ নেই ,শরীরে দোষ নেই 
স্বীকার করতে দোষ ? স্বীকার করতে লজ্জা ?
.
আসলে চোখের কোনা দিয়ে জরিপ করা প্রিয় শরীরটা লজ্জার
লজ্জার তোমার ঠোঁটের উপর ঠোঁট রাখা 
কিংবা সঙ্গমের মুহূর্তে চরম মুক্তির শীৎকার ,
কিন্তু সময়ের লজ্জা নেই 
মা ,মাসি ,মেয়ের জরিপ না করে স্বপ্নে মাস্টারবিশন করতে 
হঠাৎ পথ চলতি মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে রেপ করতে 
বাসে ,ট্রেনে বিভিন্ন বাহানায় মেয়েদের শরীর ছুঁতে  
কিংবা ভালোবাসার নাটকে একাধিক ছেলে ঠকাতে। 
.
চোর পুলিশ খেলা
.... ঋষি

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...