Tuesday, June 25, 2024

তারকাটা

আ্যলকোহলের ওপর যেমন একটা ঝাঁজ ভেসে থাকে
শহরটার ওপর এইমুহূর্তে একটা বিষাদের স্তর ভেসে আছে যেন
তুমি নেই এই শহরে ,
তবুও যেন তোমার বাড়ির ভেতর থেকে শোনা যাচ্ছে তোমার উপস্থিতি ,
শোনা যাচ্ছে তোমার মুঠোফোনে চেনা গলা 
কি রে কেমন আছিস ?
.
এই মুহূর্তে নৈঃশব্দের ভারি পর্দায় ঢাকা এই শহরটা 
শহরের পিচে বাঁধানো রাস্তাগুলো যেন সময়ের মৃতদেহ 
দুর্বল ল্যাম্পপোস্টের নীচেআজ এক অচেনা ছায়া 
সন্ধ্যের বাতাসে কেন জানি গাছের সবুজ পাতাগুলো কথা হারা ,
গত বেশ কয়েক ঘন্টা এই শহরে শোনা যায় নি কোনো যানবাহনের শব্দ  
অন্ধকারে ডুবে থাকা কাবুলের মতো তুমি ছাড়া এই শহর 
.
একশো ওয়াটের একটা বাল্বের সঙ্গে আলাপ হলো আজ এই শহরে 
তুমি হারা শহরে বেশ জমেছিল আলাপ 
ও বলছিল ও ভেবেছিল নাকি ওর আলো কমবেনা কোনোদিন
সারাজীবন ও ভাবতো ওই একমাত্র খট করে জ্বলবে আবার নিভবে ,
সত্যি বলতে কি, এই নিয়ে ওর বেশ একটু গরম ছিল 
চলছিল সবই ঠিকই ,
কিন্তু সময়ে হাওয়া বদলানো নাকি এই শহরে নিয়ম 
তাই সে আজ গৃহস্থের ড্রয়ারের পিছনে ঠিক আমার মতোই থাকে 
নিশ্চুপ তারকাটা । 
.
তারকাটা 
... ঋষি

No comments:

Post a Comment

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...