Sunday, June 16, 2024

আমি সাধারণ একজন

তোমাকে মনে রাখা কিংবা সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়
তুমি কোনও ইতিহাসের প্রামাণ্য নায়ক নও
তুমি কোনো সাগরিকা সৈকতে  ফুলেল স্মৃতি নও 
তুমি বরং নিতান্ত পথে হাঁটা সাধারণ। 
জানি তুমি কোনদিনও অসাধারণ হয়ে উঠে এমন কবিতা লিখবে না 
যে কবিতার দুটো লাইন বিখ্যাত হবে,
বরং তুমি খোলসের মধ্যে ঢুকে স্বার্থন্বেষী মানুষের সাজে দিন কাটাবে 
মুখোশ খুলবে মুখোশ পড়বে।  
.
ঠিক এই কথাগুলো শুনলাম আমি 
তোমার ঠোঁট নড়লো না অথচ বললে আমি শুনলাম 
শুধু আমার মুখোশের উপর ফুটে উঠলো হা হা হাসির ছররা 
আর তোমার প্রতি বেড়ে চললো সমবেদনা ,
আমি কোন পীর কিংবা ফকিরের মতো হাত তুলতে পারি নি তখন 
বলতে পারি নি বিগতপ্রায় অস্তিত্বকে সব ঠিক হয়ে যাবে 
শুধু নিস্তব্ধে সরে এসেছি তোমার সাথে 
একটা কবিতা লিখবো বলে । 
.
জানি না ঠিক কতটা মুখোশের তলায় আমি আছি 
জানি না ঠিক কতটা মুখোশের তলায় তুমি আছো 
শুধু এটা জানি এই শহুরে হাওয়ায় ভেসে চলা আমি পালকের মতো কিছু 
অসংখ্য বিনিদ্র রজনী ,অসংখ্য মুখোশের মাঝে আমিও একজন
যে কবিতার জন্য বাঁচে ,কিন্তু বিখ্যাত হওয়ার জন্য নয়।   
আসলে আমার গভীরে যে  আমি আর এই  আমি এক নই 
আমরা আলাদা 
সে যেন আমার অনেকদিনেই চেনা  ছায়া। 
.
তবু জানি সে সাথেই আছে ,থাকবে 
সে  হাজারোবার ছাড়তে চাইবে আমায় ,পারবে না 
কারণ সে আমার ভিতর আমার চেনা এবং অচেনা আমি 
কারণ সে জানে এই অস্তিত্বে একমাত্র আমি তার সাথেই বাঁচি ,
তাই সে আমাকে খারাপ - ভালো বলতেই পারে 
কিন্তু কোনো দিন একলা করে চলে যাবে না 
সে আমাকে কিংবা আমার কবিতাকে গালাগাল করতেই পারে 
কিন্তু সে সত্যি বলে জানেন আমি সাধারণ একজন কিন্তু কবি নই। 
.
আমি সাধারণ একজন 
... ঋষি

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...