Wednesday, June 19, 2024

সীমানা ছাড়িয়ে

সমস্ত কেটে যাওয়াগুলো কষ্টের না 
আসলে আমরা কষ্ট দেখি কিংবা পাই দৃশ্যের ভিতর দাঁড়িয়ে 
কিন্তু দৃশ্যের বাইরে তাকিয়ে দেখলে শুধুই আকাশ থাকে 
আপনারা হয়তো বলবেন দিক্চক্রবাল 
কিন্তু ভালো করে ভাবলে বুঝবেন 
দিক্চক্রবাল আসলে শুধু মাত্র একটা সীমানা। 
.
জীবন পুরোনো হতে থাকে আর ক্রমশ মানুষ হারাতে থাকে পিছুটান 
বৃষ্টি আর জীবনের মধ্যে একটা দারুন মিল 
দুজনেই আসছে শুনবেন 
কিন্তু আসে না 
আসলে বাঁচার আগে আমরা দৃশ্যত বেঁচে ফেলি
তাই আলাদা করে বাঁচার অবশিষ্ট থাকে না । 
আমরা কষ্ট পাই না পাওয়াগুলোতে 
হয়তো সময় কিংবা অন্যকে দোষ দিয়ে দোষ এড়াতে চাই 
কিন্তু সত্যি কি ভাবি ? বেঁচে থাকাটা নির্ভরশীল নয় 
আমরা নির্ভরশীল পরজীবী 
তাই জীবনের সুন্দর গন্ধটা যত্নে রাখতে চাই না 
যত্নে রাখি শুধু কষ্টদের। 
.
সীমানা ছাড়িয়ে 
....ঋষি

No comments:

Post a Comment

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...