যারা কথায় কথায় প্রেমিকার জন্য প্রাণ দিতে পারে
যারা প্রেমের কবিতা লিখে পকেটে রাখে
কিন্তু সে কবিতা কোনোদিন তাদের প্রেমিকারা পড়ে না ,
শুধু ভিড় ঠেলে দুটো আইসক্রিম এনে যাদের ভালবাসা পেয়ে যায়
শুধু একবার দেখবে বলে যারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায়
যারা প্রেমের ইনতেহান নিয়ে মাথা ঘামায় না
ভাবে শুধু স্বপ্ন আর ভালোবাসা।
.
ছোটখাটো প্রেমিকরা যেমন হয়
যাদের জামার কলারে জাঁদরেল আত্মত্যাগ বলে কিছু থাকে না
যারা প্রেমিকাকে সাইকেলের পেছনে বসতে বলে
তাদের কাছে সাইকেলের পিছনের সিটে বসতে বলাটাই মস্ত বাহাদুরি ,
তারা তাদের প্রেমিকার কথা ভাবে ঠিক
কিন্তু ভেবে উঠতে পারে না ভালোবাসার সমাপ্তি।
.
ছোটখাটো প্রেমিকেরা যেমন হয়
যারা প্রেমিকা কেঁদে ফেললে রুমাল এগিয়ে দিতে ভুলে যায়
যারা দুটো বাসের টিকিট বাঁধানো বইয়ের ভেতর লুকিয়ে রাখা আজীবন
যারা ভ্যালেন্টাইন বোঝে ,কিছু ভালোবেসে চুমু খেতে ভয় পায় ,
যারা ছাড়াছাড়ি হয়ে গেলে গলায় দড়ি দেয় না
কয়েকদিন কাঁদে ,মনমরা হয়ে থেকে
তারপর সাইকেলটা স্ট্যান্ড থেকে নামিয়ে বেড়িয়ে পরে
বেড়িয়ে পরে আবার বাড়ি ফিরবে বলে।
.
ছোটখাটো প্রেমিকেরা যেমন হয়
,,,, ঋষি
No comments:
Post a Comment