মনে হয় তোমাকে বোধয় অনেকদিন চিনি
তোমাকে কি আজ থেকে জানি বলো
সময় চলতে শেখেনি তখনো
সূর্য বৃদ্ধ হয়নি
সহস্র লক্ষ আলোকবর্ষ দূরে তারার
প্রথম আলো তখনো যাত্রা শুরু করেনি আমাদের গোলকের দিকে।
.
তোমাকে কি আজ থেকে জানি বলো
ভেজা কলসের মত তোমার শীতল স্পর্শ যেমন সত্যি
তেমনি সত্যি তোমার চোখের আলোয় লুকোনো আমার কবিতারা
যারা কলমের নিবে তোমাকে আঁকে, ভালোবাসে,
তোমার ভিজের চুলের গন্ধে আমি চান করেছি বহুবার
বহুবার তোমার চোখে চোখ রেখে দেখেছি আমার আয়না।
.
তোমাকে কি আজ থেকে জানি বলো
লুকিংগ্লাসে দেখছি তোমার অগোছালো চুলে অন্যমনস্ক আঙুলে জড়াচ্ছ তুমি।
আমাকে অনুসরণ করছে তোমার প্যাশন, তোমার ফ্যাশন, এমবিশন, ফ্রাস্ট্রেশন
জীবনের মত অমোঘ তোমার দীর্ঘশ্বাস
এক টুকরো বিষণ্ণ হাসি
আমার পিছু ছাড়ছেনা কিছুতেই।
.
তোমাকে কি আজ থেকে জানি বলো
তবু মনে হয়, হয়তো তোমাকে পুরোটা জানা হয় নি এখনো।
.
তবু মনে হয়
... ঋষি
No comments:
Post a Comment