মানুষ ছোটবেলা থেকে স্বপ্ন দেখে কত কিছু হবার
মানুষ ছোটবেলা থেকে কতকিছু হতে চায়
যেমন আনন্দ নামে ছেলেটা স্কুলের টিফিনবক্স হতে চেয়েছিল।
ভেবেছিল ঠিকই খিদে আসলে সবচেয়ে বড় সত্যি
আর টিফিনবক্সে মা প্রতিদিন চিঁড়ের পোলাও ,লাড্ডু কতকিছু দেয়।
.
আনন্দ তারপর সরকারি আপিসের পেপারওয়েট হতে চেয়েছিল
ভেবেছিল, যে মানুষেরা সারা জীবন ছা-পোষাদের দাবিয়ে রেখেছে
তাদের নাম লেখা কাগজগুলোর বুকে চড়ে বসবে,
সমস্ত আগুনের উত্তরগুলো বুকে চেপে বসে বলবে
দেখ শালা এমন করেও সত্যি বলা যায়।
.
আনন্দ লাশকাটা ঘরের টেবিল হতে চেয়েছিল
ভেবেছিল যকৃৎ, হৃদয়, পাকস্থলীর ভিড়ে
খুঁজে নেবে ভালোবাসার বাসা শরীরের কোন কোনায়,
সে সারা শহর জুড়ে ভালোবাসার মানে বুঝেছে তা অস্থির
যদি মৃত শরীরের কোনো কোন এক টুকরো ভালোবাসা পাওয়া যায় ।
.
কিন্তু সত্যি হলো আনন্দ কোনোটাই হতে পারেনি
তবু সে পৌঁছে গেছে ইস্কুল থেকে আপিস
আপিস থেকে আজ লাশকাটা ঘরে,
আমি জানি এই শহরে আনন্দের মতো আরও অনেকে আছে
যারা শুধু প্রতিবাদ চেয়েছিল ,কিন্তু শিরদাঁড়া পায় নি।
.
আনন্দের মতো অনেকে
... ঋষি
No comments:
Post a Comment