Friday, June 7, 2024

রক্ত স্বল্পতা

ছুঁচটা আরেকটু ঢোকাতে হবে 
না হলে রক্ত যে ছুঁতে পারবে না তোমরা 
এ পোড়া দেশে মানুষের শরীরে দীর্ঘ দিনের অবজ্ঞা অবহেলা অপমানের পলি
চামড়া মোটা হয়ে গেছে
ধমনীতে স্রোত আজ বয়ে চলে বোঝাপড়ার মত গোপনে
মিথ্যে বিষ রক্ত ।
.
এখানে কোনো ম্যাজিক নেই 
দেশ বিক্রি করে দেশ চালানোর রীতি 
এখানকার নীতি শুধুমাত্র মানুষ পুড়িয়ে দৌড়ে চলা নতুন জন্মের দিকে ,
সকলেই কোনো অঘটনের অপেক্ষায় 
অথচ পুরো দেশটা এখন  রক্তস্বল্পতায় ভুগছে 
সেখানে তোমার মানুষের রক্ত খুঁজছো দেশ বাঁচাবে বলে । 
.
মানুষগুলো সব চালাক হয়ে গেছে 
দীর্ঘ দিনের অবজ্ঞা অবহেলা অপমানগুলো গা সওয়া করে
তারা সকলেই বেঁচে আছে ,
সেখানে আবার নতুন করে আপনাদের  ছুঁচটা ঢোকাবার পরিকল্পনা করেছেন 
কিন্তু ছুঁতে পারবেন কি ?
মানুষের শরীরে এখন  স্তরে স্তরে  শুধু পাঁক।রক্ত কোথায় ?
.
রক্ত স্বল্পতা 
... ঋষি

No comments:

Post a Comment

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...