একটা পুরোনো ক্যালেন্ডারের উল্টো পিঠে
লিখে চলেছি আগামী জন্ম ,
কেন লিখছি ?
আসলে কথা ছিল সমুদ্রে গিয়ে বৃষ্টি দেখবো আমরা
দেখবো কাদাগোলা আকাশ
কোনো সন্ধ্যের বিকেলে মাতালদীঘির সামনে বৃষ্টিতে ভিজে টইটুম্বুর হতে দেখবো
ঝিঁঝিদের রাগের আলাপ শুনবো সারারাত।
.
অথচ
আজ
ট্রিগারে
আঙুল
দুজনের।
.
তুমি চললে তবে
জানি গুলি চালাতে তোমার ভীষণ ভয় ।
.
ফুরিয়ে যাওয়া তারিখ আর দিনগুলো ইদানিং গোলমাল করে
তাই প্রতিটা দিন লিখবো আগামী জন্মের তোমার সাথে সযত্ন প্ল্যানিংএ
আমার হাতে খড়ির দিন না হয় অমাবস্যা
তোমার প্রথম ঋতুর দিনটা না হয় অম্বুবাচী
আমার চাকরির প্রথম দিনটা হলো একাদশী
আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা না হয় পূর্ণিমা
প্রথম চুমুর দিনটার কি নাম রাখবো ভাবছি।
শুধু ভাবছি আর ভাবছি
যাতে আগামী জন্মে তোমাকে বন্দুকের নলের সামনে না দাঁড়াতে হয়
আর আমাকে না দেখতে হয় তোমার কষ্টমাখা হাসি।
.
লিখছি আগামী জন্ম
..... ঋষি
No comments:
Post a Comment