Sunday, January 24, 2021

গনতন্ত্র আর কালো চশমা



গনতন্ত্র আর কালো চশমা 
... ঋষি 
মানুষের বুকে একটা কালো চশমা থাকা খুব দরকার 
মানুষের চোখে একটা কালো চশমা থাকা খুব দরকার, 
খুব দরকার বুকের পার্টিশানে লোকানো 
আমার সময় 
আমার রাষ্ট্র ,, ভারতবর্ষ, 
লুকিয়ে ফেলো চোখ। 
.
সাধারণতন্ত্র, গনতন্ত্র
মাংসের দোকানে ঝুলতে থাকা আমার ভারতবর্ষের শরীর
কিংবা রাস্তার ফুটপাথে মাত্র তেরোটাকায় বিকোনো 
আমার ভারতবর্ষ। 
গনতন্ত্র যেখানে সময়ের নারীনক্ষত্রে শুয়ে থাকা ১৯৫০ 
সেখানে ২০২১ শে দাঁড়িয়ে আমরা কালো সানগ্লাশ। 
.
তাই তো বলা আমাদের বুকে কালো চশমা 
আর আমাদের চোখে লজ্জা, 
লজ্জা এটা নয় আমরা গনতন্ত্রের জামানায় রাজতন্ত্রে আছি 
লজ্জা এটা নয় আমাদের রাজনীতির পতাকা তিরংগা নয় 
বহুগামী,
লজ্জা এটা 
আমরা কালো রঙের চশমায় সকলেই নাগরিক। 
সকলেই চাইছি বদল, না কোন পার্টি না,কোন অধিকার না
আর সমঝোতা না
একটা মানুষের রাষ্ট্র। 
.
সেই রাষ্ট্র, যেখানে আমাদের কালো চশমাগুলো মিথ্যের দেরাজে থাকুক 
কারন সত্যিকে দেখার জন্য দরকার হয় না রঙিন চোখ, 
গনতন্ত্র আসলে মিউজিয়ামে থাকা রাষ্টের পতাকা না
প্রতিটি  নাগরিকের বুকে একটা স্বাধীন অধিকারের চিনহ
একটা সম্পর্ক দেশ আর মানুষের। 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...