Friday, January 8, 2021

সমকালীন



সমকালীন 
.. ঋষি
.
কেউ কারোর জন্য কতটা বদলাবে
ভাবতে ভাবতে মানুষগুলো কেমন হঠাৎ বদলে যাবে, 
কেউ কারো জন্য কতটা একলা হবে
ভাবতে ভাবতে মানুষগুলো বড় বেশি একলা, 
দুঃখ হচ্ছে চলন্তিকা
বোবাদের দরবারে সারেংগি বাজানো পাগলটা অস্তরাগ খুঁজছে। 
.
কষ্ট হচ্ছে না একদম বিশ্বাস  করো 
শুধু আবেগের দরবারে দরবারি কানাড়া একটা রাগ না
প্রেতআত্মাদের খুশির বার্তা। 
মানুষগুলো খুশি থাকতে ভুলে গেছে 
শুধু সময়ের তবলায় আজকাল বেতাল বেহায়াপনা। 
.
বিশ্বাস  করো চলন্তিকা আমি বেহায়া হয়ে চেয়ে আছি তোমার দিকে
আজ কয়েকশো শতক 
আজ অযুত নিযুত হাজারো বছর আমার জীবনের দরগায় 
সেই ঈশ্বরের  আদলে আমি নিজেকে খুঁজছি, 
বদলাচ্ছি নিজেকে রোজ একটু একটু করে।
আলতামিরার গুহায় হাত দিয়ে তুলে আনছি ঈশ্বরের  আলো 
সময় দর্শন 
সময় মার্গ
ওস্তাদ ভীমসেন যোশীর গলায় তখন ঝরনার সুর 
অনবদ্য জলের গান 
মনের গান 
আমি বদলাচ্ছি নিজেকে শুধু তোমায় ভালোবাসবো বলে, 
আরেকবার তুলে নিচ্ছি বিকেলের গীটার 
যার সাত তারে ঝংকার সমকালীন। 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...