Wednesday, January 27, 2021

ভাষান্তরে

 



ভাষান্তরে 

... ঋষি 


উজ্জ্বল ঝকঝকে লাইব্রেরির দরজা খুলে বেরিয়ে আসি  

সামনে বর্ণমালার দুংখী মুখ ,

কি ব্যাপার 

ব্যাপার কিছুই না বাংলা জড়িয়ে ইংরেজি 

যেন কপোতকপোতি 

আমার বাংলা আমার হোক। 

.

একটা স্লোগান লিখতে হবে 

জনগণের বুকে দেওয়ালা বাংলা বর্ণমালাগুলো হারিয়ে যাওয়া বৃদ্ধ

প্যাসানেট ইয়ং জেনারেশন 

হাংরি আন্দোলন 

মামা শব্দটা যে মায়ের গোত্রন্তর হবে 

বাবা হওয়ার আগে ভাবাই হয় নি। 

.

সমস্বরে একটা প্রয়োজন 

বাংলা ফুরিয়ে একটা লজ্জা লিখে চলছে প্রজন্মের পাখিগুলো 

ওদের আকাশে তানসেনের সুর নেই 

নেই রবি ঠাকুরের কবিতা ,জীবানন্দের মৃত্যু ,সুনীলের নীরা 

আর 

আমার চলন্তিকা ,

ধুস ধুস ইংরেজি করে বাংলা লেখা ফোনেটিক 

কাল যদি বাংলা বদলে বিদেশ হয়ে যায়। 

বুঝলি বর্ণমালা 

মানুষের শোক লুকিয়ে থাকে দিনান্তের গৃহস্তের হাঁড়িতে 

সেখানে মহিলাদের বাসের সিট্ থাকে 

কিন্তু তোর অবস্থা বড়ো করুন 

আজকাল বিজ্ঞাপনে মানুষকে মনে করাতে হয় 

বাংলা আমার মা 

আর সময় আমাদের ভাষান্তরে।  


No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...