Wednesday, January 13, 2021

বিবাহ

 



বিবাহ 

... ঋষি 


অনলাইনে রবিঠাকুর আর জীবানানন্দের বিজয় পতাকা 

ক্রমশ কাব্যিক আপনি উঠে দাঁড়ালে শহরে 

শহরের মঞ্চ কাঁপিয়ে আপনি একজন সাংস্কৃতিক মঞ্চ। 

তারপর রাত্রে মদের গ্লাস ছেড়ে বাড়ি ফিরে পিষে দিলেন পৃথিবী 

দরিদ্র ভারতবর্ষ 

আপনার আট  বছরের শিশু জানলা সরিয়ে দেখলো 

মায়ের ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। 

.

আমায় কবি বলছেন সময় শুধু একটা দৃশ্য 

আপনার সময়ের  পাশে ফ্লাওয়ারভাসে উদযাপিত ভালোবাসা  

আর রাতের অন্ধকার দেওয়ালে  

সময় মন্ত্র পড়ছে 

''যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

সুস্পষ্ট উচ্চারণে আপনার বিবাহের জীবন ভারতবর্ষ হোক। 

.

আপনারা বড্ড ভালোবাসায় মশগুল 

গুলদাস্তা আপনার বৈবাহিক জীবনে পুড়ে চলা গন্ধমুখর আগারবর্তি নয় 

বিছানা  ,বালিশ আর চাদর 

আর কিছুতেই ছাই ,

কবি বলছেন 

ঈশ্বর হাসছেন 

আপনি শুনতে পাচ্ছেন আমার মতো সানাইয়ের শব্দ সময় জুড়ে। 

মুচকে হাসছে ষোড়শী কিংবা সদ্য যুবক 

আপনার হৃদয়ের স্বদেশ জাগুক ,জাগুক ভারতবর্ষ 

আপনার কণ্ঠে সুদীপ্ত তলোয়ারে মুণ্ডুপাত সময়ের দুঃশাসন ,

তবুও কিছু বদলাবে না 

আপনার বাসরের বিছানায় রাত জাগবে সমাজ 

আর টেলিকাস্ট বিবাহ

ভারতবর্শুধুমাত্র প্রগতির মফস্বলে সমাজ চাষ করবে । 


No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...