Monday, February 13, 2017

স্বামী সোহাগী

স্বামী সোহাগী
.....................ঋষি
=========================================
বয়সটা মাইলস্টোন পেরোনো আতঙ্ক
সবকিছু শেষ হয় যেমন শেষ হয় বাড়ন্ত সেই দিনগুলো।
মেয়েটা আয়নায় মুখ দেখে লিপস্টিক লাগাচ্ছে
মেয়েটা ভালোবেসে বারংবার আয়নার দিকে তাকাচ্ছে।
স্বামী সোহাগী মেয়েটা
অপেক্ষা করছে পিছনের সেই আদম আদরের।
.
বুকের বালিশে লেগে থাকা কালসিটে
মেয়েটা চাই নি তার মদ্যপ স্বামী তাকে বারংবার ধর্ষণ করুক।
তার বুকে আদরের ঠোঁট আঁকার বদলে
দুমড়ে মুচড়ে এঁকে দিক কালসিটে দাগ।
পাড়ার অন্য বউরা বলে তোর মরদ বারমুখো রে
হবে না যা ছিড়ি তোর।
তাই মেয়েটা লিপস্টিক লাগাচ্ছে ,চোখের কোনে কাজল
তাই মেয়েটা নিজেই হাসছে ,নিজের রূপ দেখে।
আজ সে সমর্পিত হতে চায়
আজ সে তার লম্পট ,মদ্যপ ,নোংরা পুরুষটার নারী হতে চায়।
হোক না ধর্ষণ,শরীরে বাড়ুক আরো যন্ত্রনা
তবু যদি মনের কার্পণ্য কমে
.
বয়সটা মাইলস্টোন পেরোনো আতঙ্ক
সবকিছু শেষ হয় কিন্তু এই সমাজে সেই আতঙ্ক শেষ হয় না।
নিয়মগুলো রিসাইকেল প্রসেসে যুগে যুগে এক
মেয়েটার স্বামী এখন ঘুমোচ্ছে ,মেয়েটা ফুপিয়ে কাঁদছে।
স্বামী সোহাগী মেয়েটার সারা শরীরে যন্ত্রনা
তবু একবার হাসলো যেন মেয়েটা ,ঠোঁটে তার রক্তের দাগ।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...