Sunday, February 19, 2017

আন্দোলন

আন্দোলন
........... ঋষি
===========================================
খুব বেশি বেড়ানো হলো না
শুধু গিটারের শব্দ শুনলে আজও মনটা মুচড়ে ওঠে।
কলেজ কখন যেন কফিনের মতন তাজা স্মৃতি
পুরোনো বন্ধুদের মুখ সব।
খুব মনে পড়ে এই জীবনের সিগারেটের কাউন্টারে ঠোঁট ডোবানো
আর লুকোনো কিছু ডুব মুহূর্তের জাহাজ।

সকালে খবরের পাতায় আজকাল দেখি
আন্দোলন।
সেটা কি রে বলেছিল নবারুণ ?
বলেছিলাম মনে পরে আন্দোলন একটা বিবেকের নাম।
নবারুণ বলেছিলো অরে তুই প্রেমিক কবি
ওকে সেদিন বলা হয় নি প্রেমও একটা আন্দোলন।
যার প্রতিফলন
নিজস্ব বেঁচে থাকা।
মনে পরে নবারুণ সেই ফেলে আসা দিন
আর তোর সেই গিটারের সুরে।.
.
খুব বেশি বেড়ানো হলো না
তবু  সেই কুড়ি বছরের ছেলেটা আজও মাটি খোঁড়ে মধ্য চল্লিশে।
মাথার আধা পাকা চুলগুলো জানে
সেই ছেলেটা বদলে গেছে কিন্তু সময়টা আজও  পিছনের দরজায়।
কফি হাউসের কোল্ড কফি কখন ওয়ানের পেগ
কিন্তু সেই ছেলেটার আজও নেশা হয় না।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...